কলকাতা, 27 জানুয়ারি: লালবাজারের তরফে আয়োজিত হাফ ম্যারাথনে বাঁশের তোরণ ভেঙে আহত হয়েছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা। এবার এই ঘটনায় তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। গত সপ্তাহের 21 জানুয়ারি রেড রোডে অনুষ্ঠিত হয়েছিল কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথন। সেখানেই মাথায় বাঁশের তোরণ ভেঙে আহত হন মুরলীধর।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কলকাতা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে শহরের প্রতিটি থানার পুলিশকর্মীরা। অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই রেড রোডে থাকা একটি বাঁশের তোরণ ভেঙে পড়ে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মার মাথায় উপর। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মল্লিক বাজারের একটি বেসরকারি নার্সিংহোমে । সেখানেই চিকিৎসা চলে তাঁর ৷
কলকাতা পুলিশ সূত্রে খবর, ওই অনুষ্ঠানের দিন বাঁশের কাঠামো তৈরির ভার ছিল একটি বেসরকারি সংস্থার উপর ৷ এবার ওই সংস্থার কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কারণ ইতিমধ্যেই তোরণ ভেঙে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে লালবাজার । শনিবার কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে নগরপাল বিনীত গোয়েল বলেন, "ওই ঘটনার তদন্ত শুরু করেছি আমরা । কর্তব্যের কোন গাফিলতি ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে ।"
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "হাফ ম্যারাথনের দিন যে সংস্থাকে বাঁশের কাঠামো লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সংস্থার কর্ণধার-সহ বেশ কয়েকজন কর্মীকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের সঙ্গে ধীরে ধীরে কথা বলে জানা হবে যে কর্তব্যের কোনরকমের গাফিলতি ছিল কি না। কারণ যদি ওই বাঁশের তোরণটি অন্যভাবে ভেঙে পড়ত সেক্ষেত্রে প্রাণঘাতীর সম্ভাবনা থেকেই যেত। ফলে এই বিষয়ে সোজাসাপ্টা একটা তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন ।"