ETV Bharat / sports

বোর্ডের অনুরোধ অগ্রাহ্য গম্ভীরের! দলের স্বার্থেই 'বাদ' অধিনায়ক - GAMBHIR REJECTS BCCI REQUEST

প্রভাবশালী এক বোর্ড কর্তার অনুরোধেও ভিজল না চিড়ে ৷ ফাইনালের দৌড়ে থাকতে রোহিতকে বাইরে রাখলেন গম্ভীর ৷ বলছে রিপোর্ট ৷

GAMBHIR REJECTS BCCI REQUEST
সিডনি টেস্টে নেই রোহিত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 3, 2025, 10:32 AM IST

সিডনি, 3 জানুয়ারি: বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল বৃহস্পতিবারই ৷ আর শুক্রবার সিরিজের শেষ তথা সিডনি টেস্টে জসপ্রীত বুমরা টস করতে নামতেই সিলমোহর পড়ল সংবাদমাধ্যমের সেই রিপোর্টে ৷ টস জিতে বুমরা জানালেন, আমাদের অধিনায়ক লিডারশিপ দেখিয়ে নিজেই সিডনি টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন ৷ যা নিয়ে জল্পনা চলছে ৷ মার্ক টেলর তো জানিয়েই দিলেন, ভারতীয় দলের তরফে মিথ্যে বলা হচ্ছে ৷ আসলে পারফরম্যান্সের কারণে বসানো হয়েছে রোহিতকে ৷

সিডনি টেস্টের একাদশে না-থাকার কারণে 'হিটম্যানের' অবসর জল্পনা আরও জোরালো হল বৈকি ৷ তবে সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট জানাচ্ছে, সিরিজের শেষ ম্য়াচের একাদশে রোহিতকে যে রাখা হবে না সেটা আগে থেকেই ঠিক ছিল ৷ অবস্থা বুঝতে পেরে বোর্ডের তরফে গৌতম গম্ভীরের কাছে অনুরোধও আসে রোহিতকে বিদায়ী টেস্ট খেলানোর ব্যাপারে ৷ কিন্তু বোর্ডের তরফে সেই অনুরোধ পত্রপাঠ খারিজ করে দেন গৌতি ৷

পিটিআই সূত্রে খবর, ভারতীয় দলের হয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলা বিসিসিআই'য়ের এক প্রভাবশালী কর্তা গৌতম গম্ভীরকে অনুরোধ করেন ৷ অনুরোধে বলা হয় রোহিতকে সিডনি টেস্টে খেলানো হোক, তরপরেই সে অবসর নিয়ে নেবে পাঁচদিনের ক্রিকেট থেকে ৷ কিন্তু ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে ভারতের জয় আগে জরুরি ৷ তাই বোর্ড কর্তার অনুরোধ খারিজ করে দেন ভারতীয় দলের হেড কোচ ৷

ঘরের মাঠে বাংলাদেশে সিরিজ থেকে ব্যাটে রানের খরা ৷ শেষ 15টি টেস্ট ইনিংসে একটি অর্ধশতরান সহযোগে রোহিতের সংগ্রহ মাত্র 164 ৷ গড় দশের সামান্য বেশি ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবেও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রকট দৈন্যদশা ৷ মেলবোর্ন টেস্টের পর তাই মুম্বইকরকে আর স্কোয়াডে ভাবছে না টিম ম্যানেজমেন্ট, এমনটাই প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে ৷

এরপর বৃহস্পতিতে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিতের সিডনি টেস্ট খেলা নিয়ে কোচ ধোঁয়াশা জিইয়ে রাখতেই বিষয়টা পরিষ্কার হচ্ছিল ৷ ম্য়াচের আগেরদিন যথাযথ কিট ছাড়া 'হিটম্যানে'র ব্যাটিং অনুশীলন বিষয়টি আরও স্পষ্ট করে ৷ শেষমেশ শুক্রবার সকালে জল্পনা সত্যি করেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ালেন রোহিত ৷

আরও পড়ুন:

সিডনি, 3 জানুয়ারি: বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল বৃহস্পতিবারই ৷ আর শুক্রবার সিরিজের শেষ তথা সিডনি টেস্টে জসপ্রীত বুমরা টস করতে নামতেই সিলমোহর পড়ল সংবাদমাধ্যমের সেই রিপোর্টে ৷ টস জিতে বুমরা জানালেন, আমাদের অধিনায়ক লিডারশিপ দেখিয়ে নিজেই সিডনি টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন ৷ যা নিয়ে জল্পনা চলছে ৷ মার্ক টেলর তো জানিয়েই দিলেন, ভারতীয় দলের তরফে মিথ্যে বলা হচ্ছে ৷ আসলে পারফরম্যান্সের কারণে বসানো হয়েছে রোহিতকে ৷

সিডনি টেস্টের একাদশে না-থাকার কারণে 'হিটম্যানের' অবসর জল্পনা আরও জোরালো হল বৈকি ৷ তবে সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট জানাচ্ছে, সিরিজের শেষ ম্য়াচের একাদশে রোহিতকে যে রাখা হবে না সেটা আগে থেকেই ঠিক ছিল ৷ অবস্থা বুঝতে পেরে বোর্ডের তরফে গৌতম গম্ভীরের কাছে অনুরোধও আসে রোহিতকে বিদায়ী টেস্ট খেলানোর ব্যাপারে ৷ কিন্তু বোর্ডের তরফে সেই অনুরোধ পত্রপাঠ খারিজ করে দেন গৌতি ৷

পিটিআই সূত্রে খবর, ভারতীয় দলের হয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলা বিসিসিআই'য়ের এক প্রভাবশালী কর্তা গৌতম গম্ভীরকে অনুরোধ করেন ৷ অনুরোধে বলা হয় রোহিতকে সিডনি টেস্টে খেলানো হোক, তরপরেই সে অবসর নিয়ে নেবে পাঁচদিনের ক্রিকেট থেকে ৷ কিন্তু ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে ভারতের জয় আগে জরুরি ৷ তাই বোর্ড কর্তার অনুরোধ খারিজ করে দেন ভারতীয় দলের হেড কোচ ৷

ঘরের মাঠে বাংলাদেশে সিরিজ থেকে ব্যাটে রানের খরা ৷ শেষ 15টি টেস্ট ইনিংসে একটি অর্ধশতরান সহযোগে রোহিতের সংগ্রহ মাত্র 164 ৷ গড় দশের সামান্য বেশি ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবেও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রকট দৈন্যদশা ৷ মেলবোর্ন টেস্টের পর তাই মুম্বইকরকে আর স্কোয়াডে ভাবছে না টিম ম্যানেজমেন্ট, এমনটাই প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে ৷

এরপর বৃহস্পতিতে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিতের সিডনি টেস্ট খেলা নিয়ে কোচ ধোঁয়াশা জিইয়ে রাখতেই বিষয়টা পরিষ্কার হচ্ছিল ৷ ম্য়াচের আগেরদিন যথাযথ কিট ছাড়া 'হিটম্যানে'র ব্যাটিং অনুশীলন বিষয়টি আরও স্পষ্ট করে ৷ শেষমেশ শুক্রবার সকালে জল্পনা সত্যি করেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ালেন রোহিত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.