পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

83 জন পড়ুয়া, একজন শিক্ষক; ঘাটালের এই প্রাথমিক স্কুল নিয়ে হুঁশ নেয় প্রশাসনের

One Teacher in Primary School: রয়েছে 83 জন পড়ুয়া ৷ কিন্তু শিক্ষকের অভাবে ধুঁকছে প্রাথমিক স্কুল ৷ 83 জন পড়ুয়ার ক্লাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন একজন শিক্ষক ৷ শিশুদের নিরাপত্তার বিষয়েও ভাবাচ্ছে অভিভাবকদের । যদিও শিক্ষা কর্মাধক্ষ্য জানিয়েছেন, দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে ।

Primary School
শিক্ষকের অভাবে

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 2:23 PM IST

83 জন পড়ুয়া, একজন শিক্ষক

মনসুকা, 12 ফেব্রুয়ারি:ফের বেহাল অবস্থার ছবি সামনে এল প্রাথমিক স্কুলের ৷ তবে এই স্কুলে পরিকাঠামো রয়েছে, শুধু নেই পর্যাপ্ত শিক্ষক ৷ তাই 83 জন পড়ুয়ার ক্লাস নেওয়ার দায়িত্ব একজন শিক্ষকের ঘাড়েই ৷ আর এতেই নাজেহাল হতে হচ্ছে তাঁকে ৷ এই বিষয়ে বারবার শিক্ষা দফতরে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ । এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়ের ।

বর্তমান শিক্ষক অর্ধেন্দু পাল বলেন, "1 ফেব্রুয়ারি থেকে আমি একা ক্লাস নিচ্ছি ৷ চারটে শ্রেণির ক্লাস একা নিতে গিয়ে আমায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত একটা কক্ষে ৷ আর চতুর্থ শ্রেণি অন্য একটি কক্ষে এইভাবেই চলছে পঠনপাঠন । আমি একা সামলাতে পারছি না । তবে এলাকারই বাসিন্দা এই স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ মাল মাঝে মধ্যে এসে আমাকে সাহায্য করেন । ক্লাস নেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি ।" যদিও এই বিষয় নিয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ পুতুল চৌধুরী বলেন, "এই অভিযোগটা আমি শুনেছি । এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম ৷ খুব শীঘ্রই ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।"

একজন শিক্ষক চারটি শ্রেণির ক্লাস নেওয়ায় যেমন পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠছে ৷ তেমনই কচিকাঁচাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরা ৷ পড়ুয়ার মা জয়শ্রী পণ্ডিত বলেন, "একটা শিক্ষক নিয়ে বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে ৷ স্কুল থেকে বেরিয়ে বাচ্চারা বাইরে ঘোরাফেরা করছে ৷ সামনেই পুকুর যদি কোনও অঘটন ঘটে যায় ৷ তাই অভিভাবকদেরও যতক্ষন স্কুল চলছে এখানে এসে বসে থাকতে হয় ৷ আমরা দ্রুত আরও শিক্ষকের দাবি জানাচ্ছি ৷ তাহলে বাচ্চাগুলোর ভবিষ্যত বাঁচবে ৷"

উল্লেখ্য, এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় এই একই ছবি ধরা পড়েছে ৷ যেখানে চারজন পড়ুয়া তিনজন শিক্ষক, কোথাও বা ছয় জন পড়ুয়ার চারজন শিক্ষক । আবার পড়ুয়াদের স্কুলে আনতে বাড়ি বাড়ি গিয়ে আবেদন করতে দেখা গিয়েছে শিক্ষক শিক্ষিকাদের । তবে ঘাটালের মনসুকাতে ঠিক এর উলটো ছবি । এখানে শিক্ষকই নেই ৷

আরও পড়ুন:

  1. নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, প্রচণ্ড শীতে গাছতলাতেই খুদেদের পঠনপাঠন চন্দ্রকোনায়
  2. হাতে গোনা পড়ুয়ায় ধুঁকছে স্কুল, শিক্ষার্থী আনতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের দ্বারস্থ শিক্ষিকারা
  3. ক্লাস থেকে উধাও পাখা,বেঞ্চ !ভগ্নপ্রায় জানালা-দরজা, বেহাল দশা বাঁকুড়ার স্কুলের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details