কলকাতা, 10 অক্টোবর: যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনিই কি না তদন্ত কমিটিতে ! হচ্ছেটা কী ! এমনই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ । শুধু প্রশ্ন তুলছেন বললে ভুল হবে, তথ্য দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন তাঁর অভিযোগের সত্যতা ।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ । সেখানে তিনি লিখেছেন, "আরজি করে একবছর আগে এক ডাক্তারবাবুর বিরুদ্ধে 'থ্রেট কালচার' জনিত এফআইআর করেছিলেন এক জুনিয়র ডাক্তার । পুলিশ সৌজন্য দেখিয়ে ব্যবস্থা নেয়নি । এখন তিলোত্তমার ভয়ঙ্কর হত্যার পরিস্থিতিতে ঘটনাচক্রে সেই ডাক্তার তদন্ত কমিটিতে । আর 'থ্রেট কালচারের' অভিযোগে বহিষ্কার/শাস্তির কোপে সেই জুনিয়র এবং তাঁর সহকর্মী । এই তদন্তের মানে কী ? তিলোত্তমার আবেগ সামনে রেখে যে যার ব্যক্তিগত রাগ মেটাবে ??? এই ডাক্তারই আবার গণইস্তফায় সই করেছেন বলে খবর । স্বাস্থ্য প্রশাসন দেখতে পাচ্ছে না ? শাস্তিপ্রাপ্তদের কেস টু কেস আবার তদন্ত হোক । অপরাধ করলে যথাযথ শাস্তি হোক । কিন্তু অপবাদ দিয়ে তাড়ানোর হুজুগ সমর্থন করা যায় না । সবাই হাওয়ায় চলবে, এটা হতে পারে না ।"