পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভা উপনির্বাচনের ফল 6-0, ভবিষ্যদ্বাণী আত্মবিশ্বাসী কুণালের

স্বচ্ছ নির্বাচন হলে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপি বিরোধী জোটের জয় নিশ্চিত বলে দাবি তৃণমূল রাজ্য সম্পাদকের ৷ আদানি বিতর্কে বিজেপিকেও নিশানা কুণালের ৷

ASSEMBLY BYE ELECTION RESULTS
ছয় আসনের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশাসী কুণাল ঘোষ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 8:41 PM IST

কলকাতা, 22 নভেম্বর: শনিবার রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ ৷ যেখানে বিরোধীদের ক্লিন স্যুইপ করবে শাসকদল তৃণমূল ৷ এমনই ভবিষ্যদ্বাণী তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের ৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ফল ব্যাপকভাবে এই উপনির্বাচনে পড়েছে বলে দাবি তাঁর ৷ সেই সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের উপনির্বাচনেও বিজেপি বিরোধী জোটের জয় নিশ্চিত বলেই বিশ্বাস কুণালের ৷

এ দিন কুণাল ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার রাজ্যের দিকে-দিকে বিভিন্ন প্রকল্প ও পরিষেবাকে ছড়িয়ে দিয়েছে ৷ সেই সব উন্নয়নের ফল হিসেবে উপনির্বাচনের ছ’টি আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে এটাই আমার বিশ্বাস ৷" উত্তরবঙ্গে মাদারিহাট, সিতাই এবং দক্ষিণবঙ্গে মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি ও হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে ৷ যার মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা বিরোধী দল বিজেপির দখলে ছিল ৷

বিধানসভা উপনির্বাচনের ফলাফল তৃণমূলের পক্ষে 6-0, দাবি কুণাল ঘোষের ৷ (ইটিভি ভারত)

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এই কেন্দ্রে এখনও পর্যন্ত জিততে পারেনি শাসকদল ৷ 2011 সালে বাম ও 2016 থেকে বিজেপির দখলে এটি ৷ ফলে শাসকদলের সামনে সুযোগ রয়েছে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটানোর ৷

আগামিকাল রাজ্যে যেমন উপনির্বাচনের ফলপ্রকাশ ৷ তেমনি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও ফলাফল ঘোষণা হবে ৷ যেখানে গোটা দেশের নজর থাকবে, মহারাষ্ট্রের নির্বাচনে ৷ যেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি-র মহাবিকাশ আঘাড়ি বনাম এনডিএ জোটের লড়াই ৷

মারাঠাভূমের রাশ কাদের হাতে থাকবে ? যার জবাবে কুণাল এ দিন বলেন, "মহারাষ্ট্র শুধু নয়, ঝাড়খণ্ডেও বিজেপি বিরোধী শক্তি জিতবে ৷ যদি না, বিজেপি তার অনৈতিক শক্তি প্রয়োগ করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে ৷ স্পষ্টত, যদি টাকার পাহাড় নিয়ে ভোট না-করিয়ে থাকে, তাহলে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিজেপি বিরোধী দলগুলি জিতবে ৷"

ABOUT THE AUTHOR

...view details