কলকাতা, 26 মে: সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, "নীরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে৷" সেই ভাবনা ধার করে বলা যায় উত্তর কলকাতায় কী হচ্ছে, তার দিকে তাকিয়ে থাকে গোটা বাংলা ৷ একসময় মেঘনাদ সাহা বা অশোককুমার সেনের মতো বিশিষ্টদের সংসদের নিম্নকক্ষে পাঠিয়েছে উত্তর কলকাতা ৷ পরে সেই ধারা বয়ে নিয়ে যান অজিত পাঁজা, দেবী প্রসাদ পাল, সুধাংশ শীল এবং মহম্মদ সেলিমরা ৷ তখন অবশ্য উত্তর কলকাতার লোকসভাগুলির নাম আলাদা আলাদা ছিল ৷ 2009 সালে তৈরি হয় কলকাতা উত্তর কেন্দ্রটি ৷ প্রথম থেকে এই কেন্দ্রের সাংসদ বদলায়নি ৷ তৃণমূলের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি এবার বিজেপির তাপস রায় ও বাম-কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ৷
লোকসভা নির্বাচনের সব খবর পেতে চোখ রাখুন এখানে
এখানে তিন কংগ্রেসির লড়াই ৷ লড়াই তিন পক্বকেশের ৷ লড়াই সংসদে যাওয়ার ৷ তাপস রায় বিজেপিতে যাওয়ার আগে পর্যন্ত উত্তর কলকাতা নিয়ে তেমন একটা চিন্তিত ছিল না তৃণমূল ৷ তৃণমূলের তিনবারের বিধায়ক ও বেশ কয়েকবারের কাউন্সিলর দল পরিবর্তন করে ঘাসফুল শিবিরের চাপ যেমন বাড়িয়েছেন, তেমনই মনোবল জুগিয়েছেন গেরুয়া শিবিরের ৷ কলকাতার উত্তরাংশে একসময় খান দুয়েক কাউন্সিলর জিতলে যে বিজেপির তৎকালীন শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানি অভিনন্দন বার্তা পাঠাতেন, সেই দলই এবার উত্তর কলকাতায় জয়ের আশায় বুক বেঁধেছে ৷
আরও পড়ুন: কোটিপতি কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, স্থাবর সম্পত্তিতে সুদীপকে টেক্কা স্ত্রী নয়নার
এই দু'জনের থেকে বয়সে এবং রাজনৈতিক অভিজ্ঞতায় কিছুটা হলেও প্রবীণ বাম-কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ৷ ইন্দিরা গান্ধির অভিভাবকত্বে রাজনীতিতে আসা প্রদীপ বাম আমলে পণ করেছিলেন নুন খাবেন না ৷ আমিষ বলতে আনুনি মাছ ভাজা করে দিতেন পেশায় অধ্যাপক-রাজনীতিকের মা ৷ এবার তাঁর পণ তৃণমূল-বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে বাম-কংগ্রেসের সুদিন ফিরিয়ে আনা ৷
2009 সালে পুনর্বিন্যাসের পর কলকাতার দুই লোকসভা কেন্দ্র উত্তর - পশ্চিম ও উত্তর -পূর্ব যুক্ত হয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের উৎপত্তি। উত্তর-পশ্চিমের সাংসদ ছিলেন সিপিএমের সুধাংশু শীল, উত্তর-পূর্বের সাংসদ ছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। তবে কলকাতা উত্তর কেন্দ্র তৈরি হওয়ার পর সিপিএমের মহম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেলিমকে হারান 1 লাখেরও বেশি ভোটে।
সেই থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হারেননি। 2014 সালে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে পরাজিত করেন 96 হাজার 226 ভোটে। সিপিএম চলে যায় তৃতীয় স্থানে। 2019 সালে ফের বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে পরাজিত করেন তিনি। এবার জয়ের ব্যবধান আরও খানিকটা বাড়ে। সুদীপ জেতেন 1,27,95 ভোটে । 2024 সালে তিনি ফের তৃণমূল কংগ্রেসের টিকিটে কলকাতা উত্তরের প্রার্থী।