কলকাতা, 20 জুলাই: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের জন্য রবিবার ভোর চারটে থেকেই ময়দানে থাকছে কলকাতা পুলিশ ৷ লালবাজার সূত্রের খবর, 21 জুলাইয়ের জন্য কলকাতা পুলিশের মোট সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছেন ৷ ট্রাফিক ব্যবস্থা থেকে আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিশেষ বৈঠক করা হয়েছে ৷ 21 জুলাই রাত 12টার পর থেকে ভিক্টোরিয়া হাউস, বিবিদি বাগ, হেস্টিংস-সহ একাধিক জায়গায় গাড়ি রাখা যাবে না ৷ পাশাপাশি বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হচ্ছে ৷ এই জায়গাগুলিতে নজরদারির দায়িত্ব থাকছেন চার জন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ শনিবার রাত 12টার পর কোনও পণ্যবাহী গাড়ি চলবে না শহরের রাস্তায় ৷ তবে দুধের গাড়ি, ওষুধের গাড়ি ও তেলের গাড়ি-সহ বিভিন্ন জরুরি পরিষেবায় ছাড় থাকছে ৷
একুশে জুলাইয়ের সমাবেশের আগে ও সমাবেশ চলাকালীন ওয়াই চ্যানেল সংলগ্ন সব রাস্তাই বন্ধ থাকছে ৷ বিধান সরণি, জওহরলাল নেহরু রোড, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট ও বিকে পাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ থাকছে ৷ কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই ট্রাফিক বিভাগকে বলা হয়েছে, রাস্তায় কোনও অ্যাম্বুলেন্সকে যেন দাঁড়িয়ে থাকতে না হয় ৷ শনিবার সকাল থেকেই কলকাতা রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম বলে অভিযোগ উঠেছে ৷