পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

300 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত্যু পর্যটকের - DARJEELING ROAD ACCIDENT - DARJEELING ROAD ACCIDENT

Kolkata Tourist Dies in Darjeeling: দার্জিলিংয়ে দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে পড়ল গাড়ি ৷ প্রাণ গেল কলকাতার পর্যটকের ৷ ঘটনায় আহত তিনজন ৷

Darjeeling News
দার্জিলিংয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 10:01 PM IST

দার্জিলিং, 22 অগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল পর্যটক বোঝাই গাড়ি ৷ ঘটনাস্থলে মৃত্যু কলকাতার এক পর্যটকের । পাশাপাশি আহত হয়েছেন আরও তিনজন । বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের তাকভার চা বাগানের কাছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত পর্যটকের নাম বিমল দে ৷ তাঁর বাড়ি কলকাতায় ৷ পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন শুভঙ্কর মণ্ডল, বিশ্বজিৎ পোদ্দার ও চিরঞ্জিত দাস নামে আরও তিন পর্যটক । ওই চারজন পর্যটকদেরকে নিয়ে গাড়িটি বিজনবাড়ির রঙ্গিত হোম স্টে যাচ্ছিল । যাওয়ার সময় তাকভার হাসপাতালের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পর্যটক বোঝাই গাড়িটি আচমকা ব্রেক ফেল করে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 300 ফুট গভীর খাদে পড়ে যায় । যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমল দে নামে ওই পর্যটকের । এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে নামে । ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় গোর্খা শক্তির সভাপতি অমৃত বোমযান, রঙ্গিত দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অবিনাশ রাই এবং সিংমারি থানার পুলিশ।

স্থানীয়দের প্রচেষ্টায় নিহত এবং আহতদের উদ্ধার করে দার্জিলিং সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ । সেই হাসপাতালেই ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীন প্রকাশ । ইতিমধ্যেই কলকাতায় আহত এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । তবে কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details