পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত্যু হল কলকাতার পর্যটকের

সান্দাকফু ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যুর পর পাহাড়ে বেড়াতে আসা ব্যক্তিদের শারিরীক পরীক্ষানিরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত নিয়ম লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

SANDAKPHU TREKKER DIES
সান্দাকফু থেকে ফেরার পথে পর্যটকের মৃত্যু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 7 hours ago

দার্জিলিং, 21 নভেম্বর: সান্দাকফুতে ঘুরতে গিয়ে মৃত্যু হল কলকাতার পর্যটকের। ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে। তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ, প্রশাসনের ভূমিকা নিয়ে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পর্যটকের নাম আশিস ভট্টাচার্য (58)। তিনি কলকাতার ভবানীপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ অধিক উচ্চতায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে । তাঁর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। সান্দাকফু-সহ পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের শারিরীক পরীক্ষানিরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত নিয়ম লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

বরফে ঢাকা সান্দাকফু (ইটিভি ভারত)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 18 নভেম্বর আত্মীয়দের সঙ্গে পাহাড়ে বেড়াতে আসেন ওই মৃত পর্যটক ৷ 19 নভেম্বরের দিন তাঁরা সান্দাকফু বেড়াতে যান। সান্দাকফু যাওয়ার আগে দার্জিলিং থেকে 43 কিলোমিটার দূরে ধোতরেতে তাঁরা রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানে আশিস ভট্টাচার্যের তীব্র শ্বাসকষ্ট শুরু হয় ৷ তাঁকে দ্রুত সেখান থেকে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তাঁর দেহ ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তাঁর দেহ বুধবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বৃহস্পতিবার পরিবারের সদস্যরা দেহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসনের তরফে দেহ নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ৷

সান্দাকফু (ইটিভি ভারত)

এই বিষয়ে দার্জিলিং সদরের মহকুমাশাসক রিচার্ড লেপচা বলেন, "সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে ৷ প্রশাসনের তরফে জিটিএ'র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য একটি স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে। যা আগামী সপ্তাহ থেকে তা লাগু করা হবে।"

এর আগে চলতি বছরের 26 মে 29 বছরের উত্তর দিনাজপুরের এক পর্যটকেরও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়। 2022 সালে অক্টোবর মাসে ইজরায়েলের এক পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফুতে ট্রেকিং করতে যান ৷ রাতে টেন্টে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details