পশ্চিমবঙ্গ

west bengal

'সরকারের ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিলকে সমর্থন করছি না', সাফ নির্যাতিতার বাবা-মা - RG KAR DOCTOR RAPE AND MURDER

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 4:28 PM IST

Updated : Sep 4, 2024, 6:16 AM IST

RG Kar Doctor Rape and Murder Case
একদিন পর অবস্থান তুলে নিলেন আন্দোলনকারী চিকিৎসকরা (নিজস্ব চিত্র)

মঙ্গলবার, 3 সেপ্টেম্বর: বিধানসভায় পেশ হল 'অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024' ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই বলেছিলেন ধর্ষণের ঘটনায় যুক্ত অপরাধীদের ফাঁসির সাজা চান এবং সেই সাজা যেন পরবর্তী সময়ের জন্যে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সমাজ মনে রাখে। রাজ্যের তরফে এই বিলের যে খসড়া বিধানসভার সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে, তাতে এরই প্রতিফলন থাকবে বলে মনে করা হচ্ছে ৷

'অপরাজিতা ওম্যান চাইল্ড বিল 2024' বিলের খসড়ায় বলা হয়েছে, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ৷ সেক্ষেত্রে এই শাস্তি আমৃত্যু পর্যন্ত হতে পারে। তবে ধর্ষণ করে খুনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অর্থাৎ ফাঁসি ৷ রাজ্য সরকার গণধর্ষণের ক্ষেত্রে কঠোর মনোভাব নিয়ে এক্ষেত্রেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির পক্ষেই মত দিয়েছে । খসড়ায় বলা হয়েছে, গণধর্ষণের ক্ষেত্রে অপরাধীদের সবচেয়ে কম সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অপরাধীদের ক্ষেত্রে একই অপরাধের পুনরাবৃত্তি হলেও সাজা যাবজ্জীবন কারাদণ্ড ৷ এক্ষেত্রেও অপরাধীর সাজা হবে আমৃত্যুকাল ৷ তবে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসিরও সংস্থান থাকছে ৷

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজারের সামনে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা । সারারাত ধরে চলেছে তাঁদের আন্দোলন ৷ 12 ঘণ্টা পেরিয়ে সকালেও অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন তাঁরা ৷ অন্যদিকে সোমবার রাতেই গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সময় যত যাচ্ছে ততই জটিল হচ্ছে আরজি কর হাসপাতালের পরিস্থিতি । তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় এক মাস। সিবিআই তদন্ত হলেও এখনও ঘটনা ঘিরে বেশকিছু প্রশ্ন রয়ে গিয়েছে ।

LIVE FEED

8:30 PM, 3 Sep 2024 (IST)

রাজ্য সরকারের ধর্ষণ বিরোধী বিলকে সমর্থন নয়, জানালেন নির্যাতিতার বাবা-মা

মঙ্গলবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমকে আরজি করে নির্যাতিতার বাবা-মা বলেন, "এই বিলকে (অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024) সমর্থন করছি না ৷ ডাক্তারি পড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে কোনও বৈষম্য করা উচিত নয় ৷ মেয়েরা 12 ঘণ্টা ডিউটি করবে ৷ আর ছেলেরা 24 ঘণ্টা ৷ এতে তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে ৷ এই বৈষম্য কেন থাকবে ? তাই, সরকারের এই বিলকে কোনওভাবেই সমর্থন করতে পারছি না ৷"

7:23 PM, 3 Sep 2024 (IST)

আদালত থেকে বেরবার সময় সন্দীপ ঘোষকে চড়

সপাটে চড় খেলেন সন্দীপ ঘোষ ৷ মঙ্গলবার দুপুরে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে সন্দীপ ঘোষকে তোলার সময়ই 'চোর-চোর' স্লোগান উঠেছিল ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীদের একাংশ ৷ এদিন বিচারক তাঁকে এবং অভিযুক্ত আরও 3 জনকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷ এরপর সন্দীপকে আদালত থেকে বের করার সময় তাঁর গালে সপাটে চড় মারেন এক ব্যক্তি ৷ তবে আইনজীবীরা মেরেছেন নাকি বাইরের কোনও ব্যক্তি, তা এখনও স্পষ্ট নয় ৷

5:52 PM, 3 Sep 2024 (IST)

আলিপুর থেকে সিজিও কমপ্লেক্সে ফিরলেন সন্দীপ-সহ 4

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের সিবিআই বিশেষ আদালত ৷ এরপর অভিযুক্তদের নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে ফিরে আসেন সিবিআই আধিকারিকরা ৷

সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)

5:24 PM, 3 Sep 2024 (IST)

'অবস্থান উঠলেও আন্দোলন চলবে', বিক্ষুব্ধ চিকিৎসকরা

লালবাজারের সামনে বিবি গাঙ্গুলী স্ট্রিচ থেকে অবস্থান তুলে নেওয়ার কথা জানালেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আন্দোলনকারী চিকিৎসকরা ৷ আন্দোলন চলবে, জানালেন চিকিৎসকরা ৷ তাঁরা জানালেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ডেপুটেশন জমা দিয়েছেন তাঁরা ৷ পুলিশ কমিশনারও 12 ও 14 অগস্ট পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন ৷ আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের ইস্তফা দাবি করে ৷ এই প্রসঙ্গে নগরপাল বিনীত গোয়েল তাঁদের জানান, তাঁর কাজে তিনি সন্তুষ্ট ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাঁকে ইস্তফা দিতে বলেন, তবেই তিনি পদত্যাগ করবেন ৷

4:56 PM, 3 Sep 2024 (IST)

অভিনব প্রতিবাদ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

মঙ্গলবার বিকেলে বেলেঘাটা থেকে পাটুলি পর্যন্ত মানববন্ধন করে প্রতিবাদে সামিল হলেন বাইপাসের ধারের সব বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ দীর্ঘ এই মানববন্ধনে আওয়াজ ওঠে আরজি করের ঘটনায় বিচার চাই এবং দোষীদের শাস্তি চাই ৷

মানব বন্ধনে অভিনব প্রতিবাদ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের (ইটিভি ভারত)

4:42 PM, 3 Sep 2024 (IST)

শ্যামবাজার মোড়ে বামেদের অবস্থান

মঙ্গলবার বিকেলে একদিকে লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন 22 জন জুনিয়র ডাক্তার ৷ অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ 4 জনকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয় ৷ সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অন্যদিকে শ্যামবাজার মোড়ে বামেদের মিছিল আটকাল পুলিশ ৷ প্রবীণ নেতা সুজন চক্রবর্তী-সহ অন্যরা শ্যামবাজারেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন ৷

4:29 PM, 3 Sep 2024 (IST)

ওয়াই চ্যানেলের ধরনা মঞ্চে বিজেপি বিধায়করা

বিধানসভায় দু'দিনের বিশেষ অধিবেশন শেষ হয়েছে মঙ্গলবার ৷ এদিন বিকেলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনা মঞ্চে পৌঁছন ৷

4:24 PM, 3 Sep 2024 (IST)

সিবিআই হেফাজত সন্দীপ ঘোষের

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় 8 দিনের সিবিআই হেফাজত হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং বাকি 3 জনের ৷ আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার পর সিবিআই-এর তরফে 10 দিনের হেফাজতের আবেদন করা হয় ৷ আদালত 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় ৷ এদিন আদালত চত্বরে সন্দীপ ঘোষকে দেখে আইনজীবীরা 'চোর, চোর' স্লোগান দিতে থাকেন ৷

3:53 PM, 3 Sep 2024 (IST)

লালবাজারের ভিতরে 22 জন চিকিৎসক

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অবস্থান শুরু হয়েছিল সোমবার বিকেল থেকে ৷ মঙ্গলবার বিকেল 22 জন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল লালবাজারের ভিতরে যান ৷ তাঁরা নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করবেন ৷ তাঁকে ডেপুটেশন জমা দেবেন ৷ এছাড়া 'উপহার' দেবেন একটি প্রতীকী শিরদাঁড়া ৷ এদিকে লালবাজার থেকে প্রায় 500 মিটার দূরে জুনিয়র চিকিৎসকদের মিছিল অপেক্ষা করছে ৷ বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে এই জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ৷

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এগিয়ে চলেছেন লালবাজারের দিকে (ETV Bharat)

3:31 PM, 3 Sep 2024 (IST)

পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে 22 জন চিকিৎসকের প্রতিনিধি দল

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সামনে কার্যত নতি স্বীকার করেছে পুলিশ ৷ উঠেছে 9 ফুট উঁচু ব্যারিকেড, ছোট গার্ডরেল ৷ মানবন্ধন করে লালবাজারের দিকে এগিয়ে চলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা ৷ ব্যাপটিস্ট চার্চের সামনে থেকে পুলিশের একটি বাসে লালবাজারে পৌঁছবে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ৷ এই দলে 22 জন জুনিয়র ডাক্তার থাকবেন ৷ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন জমা দেবেন ৷ এর সঙ্গে শিরদাঁড়া উপহার দেবেন বলে জানান আন্দোলনরত এক চিকিৎসক ৷

2:51 PM, 3 Sep 2024 (IST)

ব্যারিকেড খুলে নিতে রাজি হল লালবাজার

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিল কলকাতা পুলিশ ৷ সোমবার বিকেল থেকে বিক্ষুব্ধ চিকিৎসকরা লালবাজারের অদূরে অবস্থানে বসেছেন ৷ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর সেই অবস্থান চলেছে ৷ কেটে গিয়েছে 22 ঘণ্টারও বেশি সময় ৷ তাঁরা এবার লালবাজার পর্যন্ত মিছিল করতে পারবেন ৷ খুলে দেওয়া হল ব্যারিকেড ৷ শান্তিপূর্ণ মিছিল ও মানববন্ধন করে তাঁরা এগিয়ে যাবেন । তারপর তাঁদের এক প্রতিনিধি দল লালবাজারের ভিতরে গিয়ে ডেপুটেশন দিয়ে আসবেন পুলিশ কমিশনার গোয়েলকে ৷ আরও একটি গার্ডরেল খুলল পুলিশ ৷

লালবাজারে যাওয়ার ব্যারিকেড খুলে দিল পুলিশ (ETV Bharat)

2:39 PM, 3 Sep 2024 (IST)

আলিপুরে সিবিআই আদালতে পেশ করা হল সন্দীপ ঘোষকে

  • সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ সোমবার রাতে তাঁকে আরজি কর হাসপাতালের দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিবিআই ৷ মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে তাঁকে পেশ করার সময় আইনজীবীরা সন্দীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷

2:10 PM, 3 Sep 2024 (IST)

প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি পারেননি আমরা পারলাম: মুখ্যমন্ত্রী

'অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024' বিল প্রসঙ্গে মমতা বললেন, "এই বিল একটা ইতিহাস ৷ প্রধানমন্ত্রী পারেননি । আমরা করলাম ৷ প্রধানমন্ত্রী দেশের লজ্জা ! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি । আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাত ও উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা নিয়ে বলার সময় প্রতিবাদে চিৎকার করেন বিজেপি বিধায়কেরা ৷

1:25 PM, 3 Sep 2024 (IST)

মেয়েদের অধিকার রক্ষায় নারী ও শিশু বিল ঐতিহাসিক: মমতা

বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পাশ ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মেয়েদের অধিকার রক্ষায় নারী ও শিশু বিল ঐতিহাসিক ৷ আজ এক ঐতিহাসিক দিন ৷ এই বিলে দোষীদের কড়া শাস্তির বিধান রয়েছে ৷ ধর্ষণ মানবতার অভিশাপ ৷ সবারই আন্দোলন করার অধিকার রয়েছে ৷ আমিও সিবিআইয়ের কাছে বিচার চাই ৷

1:02 PM, 3 Sep 2024 (IST)

বিধানসভায় পেশ হল 'অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024'

বিধানসভায় পেশ হয়ে গেল 'অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024' ৷ মঙ্গলবার বিধানসভায় এই বিল পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷ বিলে পূর্ণ সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কোনও ভোটাভুটি চাইলেন না বিরোধীরা ৷ তবে এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব রাজ্য সরকারের ৷ বিল নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর ৷

12:43 PM, 3 Sep 2024 (IST)

প্রায় 24 ঘণ্টা পার ! বিনীতের পদত্যাগের দাবিতে এখনও রাজপথে চিকিৎসকরা

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা । সারারাত ধরে চলেছে তাঁদের আন্দোলন ৷ প্রায় 24 ঘণ্টা পেরিয়ে সকালেও অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন তাঁরা ৷ পুলিশের সঙ্গে আলোচনাতেও বরফ গলল না ৷

12:37 PM, 3 Sep 2024 (IST)

নিজাম প্যালেসে আগুন, রাতভর এখানেই ছিলেন সন্দীপ

সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ তার 24 ঘণ্টা পেরনোর আগেই আগুন লাগল নিজাম প্যালেসে ৷ জানা গিয়েছে, নিজাম প্যালেসের 6 তলায় আগুন লেগেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ছ’টি ইঞ্জিন ৷ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

10:09 PM, 2 Sep 2024 (IST)

অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝেই আসেন তমলুকের সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি আসতেই তাকে গো ব্যাক স্লোগান দেন জুনিয়র চিকিৎসকরা

8:59 PM, 2 Sep 2024 (IST)

কাঙ্খিত গ্রেফতারি দাবি সুকান্তর

সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সুকান্ত মজুমদার। তাঁর মতে এই গ্রেফতারি কাঙ্ঘিতই ছিল ।

8:56 PM, 2 Sep 2024 (IST)

সন্দীপ গ্রেফতার হতেই উচ্ছ্বাস প্রকাশ আন্দোলনকারীদের

অবশেষে গ্রেফতার হলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। খবর আসার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন আন্দোলনকারীরা ।

8:28 PM, 2 Sep 2024 (IST)

সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই

লাগাতার জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ।

8:21 PM, 2 Sep 2024 (IST)

ফিরে গেলেন অ্যাডিশনাল সিপি, 5 ঘণ্টা পরও নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা

প্রায় পাঁচ ঘন্টা হতে চলল এখনও লালবাজারের সামনের রাস্তার দখল জুনিয়ার ডাক্তারদের হাতে। সামনে ব্যারিকেড করে কলকাতা পুলিশেরও অবরোধ করে রেখেছে। তবে তাতেও দমছেন না লালবাজার অভিযানে সামিল হওয়া জুনিয়র চিকিৎসকরা। নিজেদের দাবিতে অনড়ই রইলেন তাঁরা । ছাত্রদের সঙ্গে কথা বলতে এসেছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার। কিন্তু জুনিয়র চিকিৎসকরা অবরোধ তুলতে রাজি না হওয়ায় তাঁকেও ফিরে যেতে হল।

7:56 PM, 2 Sep 2024 (IST)

সিজিও থেকে সন্দীপকে নিজামে নিয়ে আসছে সিবিআই

আরজি কর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে এবার সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আর জি করের হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গাড়িতে চাপিয়ে কলকাতা নিজাম প্যালেসে নিয়ে আসাছে। খুব সম্ভবত তাঁকে নিজাম প্যালেস এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার সকালেও সন্দীপ ঘোষ সিজিতে আসেন। 15তম দিন তাঁকে জেরা করার পর নিজাম প্যালেসে নিয়ে আসার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

6:25 PM, 2 Sep 2024 (IST)

নির্যাতিতার সুবিচারের দাবিতে রক্তদান, রাজ্যের 30টি কেন্দ্রে বিনামূল্যের অভয়া ক্লিনিক

রক্তদান ও সুবিচারের শপথ নিয়ে প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে 73তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল স্টুডেন্টস হেলথ হোম। সোমবার কলকাতার মহাজাতি সদনে প্রতিবাদ সভার আগে সকাল 10টা থেকে বেলা 4টা পর্যন্ত মূল কেন্দ্র মৌলালিতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে 40 জন রক্ত দিয়েছেন। রাজ্যের 30টিরও বেশি স্টুডেন্টস হেলথ হোমে অভয়া ক্লিনিক চালু করা হচ্ছে।

6:14 PM, 2 Sep 2024 (IST)

বিজেপির জেলাশাসক দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার

রাজ্যজুড়ে নারী নির্যাতন ও আরজি কর মেডিক্যালের ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপির জেলাশাসক ও মহকুমাশাসকের দফতর ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণে ৷ ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল রাজ্যজুড়ে আজকের কর্মসূচির টুকরো টুকরো ছবি ৷

4:15 PM, 2 Sep 2024 (IST)

লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা

সোমবারও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করছেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা । পাশাপাশি বিভিন্ন জেলার ডিএম অফিসে অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি ।

Last Updated : Sep 4, 2024, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details