পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের প্রকল্পকে 'সাফল্য' হিসেবে বাজেটে তুলে ধরল কলকাতা পৌরনিগমের তৃণমূল পৌর বোর্ড - কলকাতা পৌরনিগম

Kolkata Corporation:কেন্দ্রের প্রকল্পকে 'সাফল্য' হিসেবে বাজেটে তুলে ধরল কলকাতা পৌরনিগমের তৃণমূল পৌর বোর্ড ৷ বাজেটে কেন্দ্রের অনুদানের কথা উল্লেখ না করায় বন্ধ হয়ে গিয়েছে অনুদান ৷ এবার বাধ্য হয়েই বাজেটে কেন্দ্রীয় অনুদান উল্লেখ পৌরনিগমের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:00 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি:আগেই একশো’ দিনের বকেয়া টাকা থেকে আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মেয়র ফিরহাদ হাকিমের পেশ করা বাজেটে স্বাস্থ্য বিভাগের 'সাফল্যের' যে তালিকা তুলে ধরা হয়েছে তাতে জ্বলজ্বল করছে কেন্দ্রীয় প্রকল্পের কথা । প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আর্থিক সাহায্যের কথা তুলে ধরা হয়েছে বাজেটে । যদিও সরাসরি কেন্দ্রীয় প্রকল্পের কথা লিখতে বাধ্য হয়েছেন বলেই লেখা হয়েছে, এমনই দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের ।

সম্প্রতি 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপকদের ব্যাংকে পাঠিয়ে দেবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা পৌরনিগমের বাজেট ও কেন্দ্রীয় প্রকল্প নিয়ে উচ্চবাচ্য করতে চাননি তৃণমূল পৌর বোর্ডের কেউই । সরকারি অনুদানের যা কর্মকাণ্ড সেটা রাজ্যের বলেই মৌখিক ভাবে দাবি করেছেন শাসক দলের বক্তারা । তবে ফিরহাদ হাকিমের পেশ করা বাজেটে স্বাস্থ্য বিভাগের কী কী কাজ সফলতার সঙ্গে চলতি আর্থিক বছরে করেছেন সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ।

বাজেট বইতে বলা হয়েছে, এপ্রিল 2022 থেকে নভেম্বর 2023 এই সময়কালে মোট 2318 জন গর্ভবতী মায়ের নাম নথিভুক্ত করেছে কলকাতা পৌরনিগম । এদের প্রত্যেককে জাতীয় নির্দেশিকা অনুসারে দু’টি ভাগে 5000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, অনুদান দিলে, সেই অনুদান যে কেন্দ্রীয় প্রকল্পের তার টের পাওয়া যেত না । বাজেটেও তেমন ভাবে প্রতিফলন ছিল না । কখনও কখনও দেখা যেত কেন্দ্র সরকারের সেই অনুদান রাজ্য সরকার নিজেদের বলে চালাচ্ছে ৷ তারপর থেকে টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্র । নাগরিক স্বার্থ রক্ষার্থে বাধ্য হয়েই কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করতে হয়েছে বাজেটে। আরও বেশ কয়েকটি প্রকল্পের উল্লেখ রয়েছে যদিও টাকার অঙ্কে বেশ কিছু কৌশল নেওয়া হয়েছে ।

এই প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "চাপে পড়েই বাধ্য হয়েছেন বাজাটে কেন্দ্রীয় প্রকল্পের কথা উল্লেখ করতে । প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে নিজেদের মত করে চলছিল। কেন্দ্রের যা প্রকল্প অনুদান দেওয়া হয় নিজেদের বলে চালায় । তাই কেন্দ্র টাকা আটকাতে বাধ্য হয়েছে । বাধ্য হয়েই কলকাতা পৌরনিগম বাজেটেও কেন্দ্রীয় প্রকল্পের কথা সাফল্যের তালিকায় রাখতে বাধ্য হয়েছেন।" এবারের বাজেটে মেয়র 700 কোটি টাকার জল প্রকল্প ঘোষণা করে ছিলেন। সেই টাকা কার জিজ্ঞাসা করতে বাধ্য হন কেন্দ্রের অনুদানের বিষয় জানাতে। পৌর হাসপাতাল করা হয়েছে সেই ক্ষেত্রেও কেন্দ্রের টাকা আছে স্বীকার করেছেন । জানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷

আরও পড়ুন:

  1. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
  2. পৌরনিগমের বাজেটে সন্দেশখালি-রাম মন্দির, তীব্র বাদানুবাদ তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের
  3. পিছিয়ে স্বাস্থ্য-শিক্ষা-বস্তির উন্নয়ন, বিদ্যুতের বিলে অতিরিক্ত 29 কোটি টাকা বেশি খরচ কর্পোরেশনের

ABOUT THE AUTHOR

...view details