পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

LIVE UPDATES: গণস্বাক্ষর কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের - KOLKATA DOCTOR RAPE AND MURDE

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2024, 5:00 PM IST

Updated : Oct 17, 2024, 7:18 PM IST

গণস্বাক্ষর কর্মসুচি জুনিয়র চিকিৎসকদের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের তরফে বৃহস্পতিবার এই গণস্বাক্ষর কর্মসুচি নেওয়া হয়। সেখানে জুনিয়র চিকিৎসকদের তরফে যে 10 দফা দাবি রয়েছে তাতে সমর্থন করেই স্বাক্ষর করছেন সাধারণ মানুষ। দাবি পত্র নিয়ে পৌঁছে যাবেন গড়িয়াহাট, শ্যামবাজার উল্টোডাঙা এবং সোদপুর। এদিকে এবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসক ফ্রন্ট। আগামিদিনে আন্দোলন কোন পথে নিয়ে যাওয়া হবে তা নিয়ে বৈঠক হবে দু পক্ষের মধ্যে। সন্ধ্যা 7 টায় দুপক্ষ ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসবেন। জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল করা হয়েছে সকল সিনিয়র চিকিৎসকদের।

LIVE FEED

6:57 PM, 17 Oct 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন ঢাকির

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেত আর্থিক ভাবে সাহায্য করছেন বহু মানুষ। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আর্থিকভাবে পাশে দাঁড়াচ্ছেন আন্দোলনকারীদের। পিছিয়ে নেই না ঢাকিরাও। এমনি এক অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পেশায় ঢাকি অনুপ ঘোষাল। সোশাল মিডিয়ায় ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।

6:35 PM, 17 Oct 2024 (IST)

গণস্বাক্ষর কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

গণস্বাক্ষর কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ । এমনই অভিযোগ জুনিয়র চিকিৎসকদরে। অনশন মঞ্চে সাাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, তাঁদের আমরণ অনশন চলছে । এরই মধ্যে গণস্বাক্ষর অভিযান করেছিলেন। তিনটি ম্যাটাডোরে শহরের তিনটি আলাদা আলাদা দিকে গিয়েছিল। পুলিশ তিনটি ম্যাটাডোরের বিরুদ্ধে মামলা দিয়েছে । এভাবে তাঁদের থামানো যাবে না । তাঁরা প্রতিদিন গণস্বাক্ষর কর্মসূচি করবেন। কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি জেলায় জেলায় গণস্বাক্ষর কর্মসূচি হবে ।

6:01 PM, 17 Oct 2024 (IST)

267 ঘণ্টার লড়াই

জুনিয়র চিকিৎসকদের অনশন শুরুর পর কেটে গিয়েছে 267 ঘণ্টা। এখনও ধর্মতলার অনশন মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন 7 জুনিয়র চিকিৎসক

4:57 PM, 17 Oct 2024 (IST)

সিনিয়রদের সঙ্গে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা

এবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসক ফ্রন্ট। আগামিদিনে আন্দোলন কোন পথে নিয়ে যাওয়া তা নিয়েই দু'পক্ষের মধ্যে বৈঠক হবে। সন্ধ্যা 7 টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে হওয়ার কথা।

4:45 PM, 17 Oct 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের গণস্বাক্ষর অভিযান

গণস্বাক্ষর কর্মসুচি নিলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের তরফে বৃহস্পতিবার এই গণস্বাক্ষর কর্মসুচি নেওয়া হয়। সেখানে জুনিয়র চিকিৎসকদের তরফে যে দশা দফা দাবি রয়েছে তাতে সমর্থন করেই স্বাক্ষর করছেন সাধারণ মানুষ। তবে জড়িয়ে চিকিৎসকরা তাদের এই দাবি পত্র নিয়ে পৌঁছে যাবেন গড়িয়াহাট, শ্যামবাজার উল্টোডাঙ্গা এবং সোদপুর।

Last Updated : Oct 17, 2024, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details