পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

LIVE UPDATES: কর্মবিরতি নয়, পরিষেবা দিয়েই প্রতিবাদ; মহামিছিল থেকে বার্তা সুবর্ণ গোস্বামীর - KOLKATA RAPE AND MURDER CASE - KOLKATA RAPE AND MURDER CASE

kolkata doctor rape and murder case
আরজি কর মামলায় 'সুপ্রিম' শুনানি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 1:32 PM IST

Updated : Oct 1, 2024, 11:38 AM IST

আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। তাঁদের তরফে 10 দফা দাবি রাখা হয়েছে রাজ্য সরকারের কাছে ৷ যতদিন না সেই দাবি পূরণ হচ্ছে, ততদিন তাঁদের এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে । সোমবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করার পর এমনই সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। এর আগে 42 দিন ধরে তাঁদের কর্ম বিরতি চলছিল। গত 19 অগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ আজ থেকে ফের শুরু হল পূর্ণ কর্মবিরতি। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট জুনিয়র চিকিৎসকরা ৷ পাশাপাশি আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতিতেও অত্যন্ত ক্ষুব্ধ তাঁরা ৷

সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে রবিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ তাঁর সঙ্গে ছিলেন অনান্য পুলিশ আধিকারিকরাও ৷ এখন এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ আরজি করে ঢুকে দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন নগরপাল ৷ দু'দিন আগেই সাগর দত্ত হাসপাতালে রোগীর পরিবারের বিরুদ্ধে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ উঠেছে ৷ ওই ঘটনার পরই রবিবার আরজি কর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার ৷

LIVE FEED

7:21 PM, 1 Oct 2024 (IST)

অরাজনৈতিক মিছিল পা মেলালেন সূর্যকান্ত-সেলিম-নওশাদরা

অরাজনৈতিক মিছিল পা মেলালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সিপিএমের প্রাক্তন ও বর্তমান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিমের পাশাপাশি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও মিছিলে হাঁটতে দেখা গেল ।

7:15 PM, 1 Oct 2024 (IST)

চিকিৎসকদের বিরুদ্ধ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে দাবি সুবর্ণ গোস্বামীর

চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে খ্যাপানোর চেষ্টা চলছে। তার বিরুদ্ধেই আমাদের আজ পথে নামা। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে চিকিৎসকদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে সরকার। এমতাবস্থায় আমাদের মতো সিনিয়র চিকিৎসকদের দায়িত্ব তাঁদের পরামর্শ দিয়ে সাহায্য করা। কর্মবিরতি করে নয়, পরিষেবা দিয়েই কী করে প্রতিবাদ করা যায় তা নিয়েই আলোচনা চলছে ।

6:15 PM, 1 Oct 2024 (IST)

আগামিদিন শাসকের জন্য মধুর হবে না, মিছিল থেকে দাবি অভিজিতের

বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরি বলেন, "প্রতিবাদের জনপ্লাবনে শহর ভাসছে । আজকের মতো আগামিকালও কলকাতা ভাসবে। আমাদের সামনে মহালয়া আছে। পুজোও আছে। উৎসব থাকবে কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা মন মহালয়া করব না। পাশাপাশি এই ভিড় বুঝিয়ে দিল জোড়া-তাপ্পি দিয়ে নয় ইতিবাচক মানসিকতা নিয়ে সদর্থক পদক্ষেপ না নিলে আগামিদিন শাসকের জন্য মধুর হবে না, প্রশাসনের জন্য মধুর হবে না ।

6:09 PM, 1 Oct 2024 (IST)

দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থা চলছে

মহামিছিলে অংশ নিয়ে অভিনেতা দেবদূত ঘোষ বলেন, "দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থা চলছে। অনেকে পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও পাশ করে গিয়েছে । তাঁরা কেমন ডাক্তার হবে তা নিয়ে চিন্তা ছিল। এর মধ্যেই তিলোত্তমার ঘটনা ঘটেছে। কারা করেছে এখনও জানা যায়নি। কারা প্রমাণ লোপাট করতে চেয়েছিল তাও জানা যায়নি। এতকিছুর পরও সাগরদত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসকদের মার খেতে হয়েছে। এমন ঘটনা ঘটেছে মেনে নেওয়া যায় না । এর বিরুদ্ধেই আমাদের পথে নামা।"

5:10 PM, 1 Oct 2024 (IST)

উৎসবও হবে আবার প্রতিবাদও হবে, মহামিছিলে অংশ নিয়ে দাবি জহরের

60টি সংগঠনের ডাকা মহামিছিলে অংশ নিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার। সংবাদমাধ্যমে তিনি বলেন,"সাধারণ মানুষ হিসেবে মিছিলে এসেছি । আন্দোলনকারীদের পাশে থাকতে এসেছি। উৎসব হবে । তার সঙ্গে প্রতিবাদও হবে। উৎসবের মধ্যেই প্রতিবাদের উপদান আছে ।" আরজি করের ঘটনার পরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেন জহর। পরে দিল্লি গিয়ে পদত্যাগ পত্রও জমা দেন তিনি । এরপর সোশাল মিডিয়াতেও একাধিকবার সরব হয়েছেন তিনি । শেষমেশ পথে নামলেন জহর।

4:51 PM, 1 Oct 2024 (IST)

বিচারের দাবিতে মহামিছিল

আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে আবারও মহামিছিল কলকাতায় । 60টিরও বেশি সংগঠন মিলে মহামিছিলে ডাক দিয়েছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতেই মহামিছিলের আয়োজন করা হয়েছে। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত যাবে এই মিছিল। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে।

11:58 AM, 1 Oct 2024 (IST)

সাগর দত্ত হাসপাতালে ডাক্তার-নার্সদের উপর আক্রমণ

সাগর দত্ত হাসপাতালে রোগীর আত্মীয়রা ডাক্তার-নার্সদের উপর আক্রমণ করেছেন ৷ তার দায়িত্বও কী জুনিয়র চিকিৎসকদের ? ওখানে মনিটরিং ব্যবস্থা ও রেফারেল ব্যবস্থা ঠিক থাকলে ওই রোগী মৃত্যুর ঘটনা ঘটত না ৷ ফলে স্বাস্থ্য পরিকাঠামোর দায় ৷

11:43 AM, 1 Oct 2024 (IST)

সিবিআই তদন্ত নিয়ে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য

সিবিআই তদন্ত অত্যন্ত ধীরগতিতে হচ্ছে ৷ এখনও পর্যন্ত ঠিকমতো চার্জশিট পেশ হয়নি ৷ আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ ৷

11:31 AM, 1 Oct 2024 (IST)

চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে কী জানালেন জুনিয়র চিকিৎসকরা

9 অগস্ট আমরা খবর পাই চেস্ট ডিপার্টমেন্টে পিজিটি সুইসাইড করেছে ৷ বেলা গড়ানোর পর জানা যায় সেটি ধর্ষণ ৷ তারপরে আমরা ম্যাজিস্ট্রেট এনক্লোজারের দাবি রাখি ৷ পোস্টমর্টেম নিয়ে বিভ্রান্তিমূলক যে ছবি ছড়াচ্ছে তা জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না ৷ এর দায় সিনিয়র পোস্টমর্টেম বিশেষজ্ঞ, পুলিশের আধিকারিকদের ৷ যা আমাদের পরে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি ৷ জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায়বিচারের দাবিকে যারা কলুষিত করছেন, তাকে ধিক্কার জানাই ৷

10:39 PM, 30 Sep 2024 (IST)

আরজি করের প্রতিবাদে রাহুলকে চায় কংগ্রেস

আরজি করের নৃশংস ঘটনায় উত্তাল রাজ্য। নিন্দায় সরব বিশ্ব। প্রায় প্রতিদিনই শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ছে রাজ্য প্রশাসন। এই ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বাংলায় এসে প্রতিবাদ জানানো উচিত বলে মনে করছেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের একাধিক নেতা। সোমবার প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে বৈঠকে তাঁরা এই দাবি জানিয়েছেন বলে সূত্রের খবর।

প্রদেশ কংগ্রেসের বৈঠক (নিজস্ব চিত্র)

10:37 PM, 30 Sep 2024 (IST)

মুখ্যসচিবকে মেইল করলেন জুনিয়র চিকিৎসকরা

ফের মুখ্যসচিব মনোজ পন্থকে মেইল করলেন জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তার বিষয় নিয়ে মেইল করেন তারা। সেখানে আগে যে দাবিগুলির কথা উল্লেখ করা ছিল সেগুলোই বলা আছে। যদিও ইমেইলের এখনও কোনও উত্তর আসেনি। রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফে এই মেইল করা হয়েছে। এর আগে 26 সেপ্টেম্বর একটি মেইল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কোনও উত্তর আসেনি জুনিয়র চিকিৎসকদের কাছে। সুপ্রিম কোর্টের শুনানির পর নতুন করে কোন মেইল করা হয়নি বলেই জানিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা।

মুখ্যলসচিবকে পাঠানো ইমেল (জনিয়র চিকিৎসকদের থেকে প্রাপ্ত)

6:55 PM, 30 Sep 2024 (IST)

সুপ্রিম-শুনানি 14 অক্টোবর

পুজোের ঠিক পরই আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। 14 অক্টোবর সোমবার ফের এই মামলা শুনবে শীর্ষ আদালত ।

6:55 PM, 30 Sep 2024 (IST)

অভিজিতের জেল হেফাজত

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ৪ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠাল শিয়ালদা আদালত

6:16 PM, 30 Sep 2024 (IST)

কী বলছেন জুনিয়র চিকিৎসকরা?

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ অনিকেত মাহাতো সংবাদমাধ্যমে সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের কথা শুনে আমরা সম্পূর্ণ স্বাভাবিক পরিষেবা শুরু করতেই পারি। কিন্তু রাজ্য সরকার আমাদের যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। কয়েকটি জায়গায় শুধুমাত্র সিসিটিভি বসানো হয়েছে। বাকি কাজ হয়নি। নিরাপত্তা নিয়ে এখনও অনেক প্রশ্ন থেকে গিয়েছে। তাই এমতাবস্থায় সম্পূর্ণ পরিষেবা শুরু করব কিনা সেটা আলোচনাও করেই ঠিক করতে হবে । এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয় তাহলে কি তাঁরা মুখ্যসচিবের সঙ্গে আবারও বৈঠকে বসার কথা ভাবছেন ? এই প্রশ্নের জবাবে অনিকেত বলেন, সেই সিদ্ধান্তও বৈঠক করেই নিতে হবে।

6:05 PM, 30 Sep 2024 (IST)

স্বাভাবিক কাজে ফিরবেন জুনিয়কর চিকিৎসকরা?

কাজে ফিরবেন নাকি সম্পূর্ণ কর্মবিরতি করবেন সেই সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। সোমবার আদালতে শুনানির সময় সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণ ভাবে কাজে ফিরে আসতে বলে। তবে নিরাপত্তা নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন থেকে গিয়েছে। এমতাবস্থায় সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে চলেছেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র চিকিৎসকর ফ্রন্ট

5:50 PM, 30 Sep 2024 (IST)

26 শতাংশ জায়গায় সিসিটিভি

সরকারি হাসপাতালের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বাসানোর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদলত । সেই মতো বিভিন্ন সরকারি হাসপাতালের 26 শতাংশ জায়গায় বসেছে সিসিটিভি। সুপ্রিম কোর্টে এমনই দাবি করল পশ্চিমবঙ্গ সরকার । 10 অক্টোবরের মধ্যে বাকি সমস্ত জায়গায় সিসিটিভি বসানো হবে ।

5:40 PM, 30 Sep 2024 (IST)

আউটডোরে পরিষেবা দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা, সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের

রাজ্য সরকারের তরফে বলা হয় সরকারি হাসপাতালের আউটডোরে এবং বিভিন্ন ওর্য়াডে এখনও পরিষেবা দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা । পাল্টা তাঁদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ জানান জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবা দিচ্ছেন ।

5:28 PM, 30 Sep 2024 (IST)

অভিযুক্তদের অপসারণ হলে কাজে ফেরার সাহস পাবেন জুনিয়র চিকিৎসকরা, দাবি ইন্দিরা জয়সিংয়ের

আরজি করে আর্থিক অনিয়মের ঘটনায় জড়িতদের অপসারণের দাবি জানালেন জুনিয়র চিকিসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহও। তিনি জানন, এই সমস্ত ব্যক্তিরা পদে থেকে গেলে জুনিয়র চিকিসকদের পক্ষে কাজে যোগ দেওয়া মুশকিল। তাঁদের সরানো হলে জুনিয়র চিকিসকরা নির্ভয়ে কাজে যোগ দিতে পারবেন ।

5:22 PM, 30 Sep 2024 (IST)

কোন কোন অভিযুক্ত এখনও পদে আছেন, জানতে চাইল আদালত

আইনজীবী করুণা নন্দীর বক্তব্য শুনে নড়েচড়়ে বসল আদালত । আরজি করের আর্থিক অনিয়মের ঘটনার কোন কোন অভিযুক্ত এখনও পদে রয়েছেন তা জানাতে চাইলেন দেশের প্রধান বিচারপতি। তিনি জানান, এই ক্ষেত্রে শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে । আর তাই তদন্তের এই পর্যায়ে তাদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়া দরকার ।

5:14 PM, 30 Sep 2024 (IST)

অভিযুক্তদের পদ থেকে অপসারণের দাবি

সুপ্রিম কোর্টের শুনানিতেও উঠল থ্রেট কালচারের প্রসঙ্গ । আইনজীবী করুণা নন্দী দাবি করেন, আরজি করে আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত থাকা বেশ কয়েকজন এখনও নিজেদর পদে বহাল। তাঁরা নির্যাতিতার মৃত্যুর দিনও হাসপাতালে উপস্থিত ছিলেন। পদে থেকে গেলে তাঁরা তদন্ত প্রভাবিত করতে পারেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের আপাতত পদ থেকে সরিয়ে দেওয়া হোক ।

5:08 PM, 30 Sep 2024 (IST)

সিবিআই তদন্তে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

সিবিআইয়ের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, দাবি সুপ্রিম কোর্টের । আদালতের নির্দেশ মতো সোমবারই স্টেটাস রিপোর্ট জমা পড়েছে ।

4:57 PM, 30 Sep 2024 (IST)

স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই

তদন্ত কতদূর এগিয়েছে তা রিপোর্ট দিয়ে জানাল সিবিআই । আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট বলেছিল তদন্তের স্টেটাস রিপোর্ট সিবিআইকে জমা দিতে হবে । সেই মতো রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

4:53 PM, 30 Sep 2024 (IST)

নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার, দাবি প্রবীণ আইনজীবীর

নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার । তবূু তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি, এফআইআরও দায়ের হয়নি । কলকাতা হাইকোর্ট বলেছিল, এই বিষয়ে যা করার সুপ্রিম কোর্ট করবে । আরজি কর মামলার শুনানিতে এমনই দাবি করলেন প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি।

4:44 PM, 30 Sep 2024 (IST)

নিরাপত্তা চেয়ে আবদেন জুনিয়র চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার সুনিশ্চিত করা নিয়ে শীর্ষ আদালতে আবেদন করলেন প্রবীণ আইনজীবী ।

4:37 PM, 30 Sep 2024 (IST)

নোডাল অফিসার নিয়োগের নির্দেশ

আরজি করে নির্যাতিতার পরিচয় প্রকাশ নিয়ে আবারও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোশাল মিডিয়ায় নির্যাতিতার পরিচয় গোপন রাখতে শুনানির শুরুতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দেয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।

4:16 PM, 30 Sep 2024 (IST)

জেলে গিয়ে জেরার নির্দেশ শিয়ালদা আদালতের

শিয়ালদা আদালতে শুনানির সময় সিবিআই জানায় সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা করা উচিত। কারণ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। তিনটি মোবাইল উদ্ধার হয়েছে। ফলে তাঁদের মুখোমুখি জেরা করা অত্যন্ত প্রয়োজন। তাই দুজনকে হেফাজতে চেয়ে শিয়লদা আদালতে আবেদন করে সিবিআই। এর ভিত্তিতে শিয়লদা আদালতের বিচারক সিবিআইকে বলেন, আপনারা কি আগে জেলে গিয়ে তাদের জেরা করেছেন? আপনারা আগে আবেদন করুন যে আপনারা জেলে গিয়ে তাদের জেরা করবেন। যা তথ্য পেয়েছেন তা আগে জেলে গিয়ে জেরা করুন।

1:58 PM, 30 Sep 2024 (IST)

আরজি কর প্রসঙ্গে মিঠুনের প্রতিক্রিয়া

আরজি কর-কাণ্ডে 'জাস্টিস মাস্ট বি ডান'৷ বিষয়টাতে ছাড় দেওয়া হলে এই সমস্যা অভ্যাসে দাঁড়িয়ে যাবে ৷ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেয়েরা আর নিরাপদ থাকবে না, যদি ন্যায়বিচার না হয় ৷

12:35 PM, 30 Sep 2024 (IST)

আজ শিয়ালদা আদালতে পেশ সন্দীপ ও অভিজিৎ

আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় আজ আবারও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সোমবার তাঁদের 6 দিনের জেল হেফাজত শেষ হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগের শুনানিতে সিবিআই-এর তরফে আদালতে বলা হয়েছিল, তাদের হাতে বেশকিছু ডিজিটাল নথি এসেছে ৷ সেগুলি যাচাই করার পর, প্রয়োজন মতো এই দু’জনকে ফের নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Last Updated : Oct 1, 2024, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details