কলকাতা, 1 সেপ্টেম্বর: কলকাতা শহরের বুকে যত্রতত্র মাথা তুলেছে বহুতল ৷ বেশকিছু ক্ষেত্রে বহুতল নির্মাণ করার সময় সরকারি কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ ৷ বিশেষত, নির্মাণ সামগ্রী রাখার ক্ষেত্রে ৷ আর তার জেরে শহরের নিকাশি ব্যবস্থার প্রবল ক্ষতি হচ্ছে ৷ সঙ্গে পরিবেশ দূষণও চিন্তার বিষয় হয়ে উঠেছে কলকাতা পুরনিগমের কাছে ৷ এবার সেই বিষয় বড় পদক্ষেপ নিচ্ছে পুরনিগমের বিল্ডিং বিভাগ ৷
এনিয়ে বিল্ডিং বিভাগের আধিকারিকদের বেশকিছু নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে ঝুঁকি কমাতে পরিত্যক্ত বাড়ি নিয়েও নির্দেশ দেন তিনি ৷ বহুতল তৈরির করতে পুরনিগমের একাধিক নির্দেশিকা রয়েছে ইতিমধ্য ৷ বিশেষত, বহুতল নির্মাণের ক্ষেত্রে ইট, বালি, স্টোনচিপ রাখা নিয়ে ৷ তবে, বাস্তবে দেখা যায় রাস্তা আটকে বা ফুটপাথ জুড়ে যথেচ্ছভাবে ফেলে রাখা হচ্ছে বালি ও স্টোনচিপ ৷ আর সেই বালি, স্টোনচিপ বৃষ্টি ও নানাভাবে গিয়ে পড়ছে নিকাশি নালায় ৷ ফলে বুজিয়ে দিচ্ছে নিকাশি পাইপ ৷
এর ফলে বৃষ্টি হলে এলাকা শুধু ভাসছে, তা নয় ৷ জল নামাতে হিমশিম খাচ্ছেন পুরনিগমের নিকাশি বিভাগের কর্মীরা ৷ ফলে বাড়ছে অতিরিক্ত খরচ ৷ সেই খরচ বহন করতে হচ্ছে পুরনিগমকে ৷ এবার নির্মাণকারী বা সংশ্লিষ্ট সংস্থার সেই বেপরোয়া মনোভাবে লাগাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ সেই নিয়ে আরও কঠোর হতে নির্দেশ দিয়ে, নির্মাণকারীদের সতর্ক করতে বললেন ফিরহাদ হাকিম ৷