কলকাতা, 26 মে: কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের । দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় ভবনের ডিজিটাল কন্ট্রোল রুমে এখন চূড়ান্ত ব্যস্ততা । রবিবার রাত 9টা থেকে সোমবার সকাল 10টা বাড়ির বাইরে নাগরিকদের না থাকার আবেদন জানালেন মেয়র পারিষদ সদস্য তারক সিং ৷ কন্ট্রোল রুম নম্বর হল 2286-1212, 1313, 1414 ৷
ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে আগেই বৈঠক করে নিকাশি, জঞ্জাল সাফাই থেকে সিভিল, বিল্ডিং একাধিক বিভাগের পৌরনিগমের কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । এ দিন সকাল থেকে পুরোদমে চালু হল ডিজিটাল কন্ট্রোল রুম । 24 ঘণ্টা ঝড়ের গতিপথের উপর নজর রাখা থেকে শহরের বিভিন্ন রাস্তায় সিসিটিভি নজরদারি চলছে সেখান থেকে । বিশেষ করে যে সমস্ত এলাকা বা রাস্তার ওয়াটার পকেট চিহ্নিত করার কাজ চলছে ৷ অর্থাৎ, অল্প বৃষ্টিতেই জল জমে ওই এলাকাগুলিতে । সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শহর কলকাতায় 50-60 কিলোমিটার বেগে বইবে হাওয়া ৷ ফলে গাছ পড়ার দিকেও বিশেষ নজর রাখছে উদ্যান বিভাগ ৷ একইভাবে বিল্ডিং বিভাগ বিভিন্ন বরোতে বিপজ্জনক বাড়ির খালি করে বাসিন্দাদের অস্থায়ীভাবে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে । কন্ট্রোল রুমে যেখানে বাড়ি ভাঙা বা গাছ পড়া থেকে জল জমার খবর আসবে সেখানে মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পৌরনিগমের তরফে । এ দিন গোটা প্রস্তুতি খতিয়ে দেখেন তারক সিং । তিনি এ দিন কন্ট্রোল রুমের কর্মী-আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে চান এখন ঘূর্ণিঝড়ের অবস্থা কী ! কোন কোন এলাকা জলমগ্ন হতে পারে, সেই দিকে নজর দিতে নির্দেশ দেন তিনি ।