কলকাতা, 26 ফেব্রুয়ারি:কলকাতা পৌরনিগমে স্থায়ী পদে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল । ওয়েস্ট বেঙ্গল মিউনসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে । কলকাতা পৌরনিগমে স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রার পদগুলি বহু দিন ধরে খালি রয়েছে । এ বার সেই পদ পূরণেই পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম । ফলে জন্ম-মৃত্যু সার্টিফিকেট থেকে কবরস্থান, শ্মশান-নথি সংক্রান্ত কাজ আরও গতি পাবে বলেই মনে করছে কর্তৃপক্ষ ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 11 জন সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হবে । তাঁদের ন্যূনতম যোগ্যতা হল, সরকারি অনুমোদিত সংস্থা থেকে হোমিয়োপ্যাথ ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে । বিএইচএমএস, ডিএইচএমএস, ডিএমএস-এর যে কোনও একটা থাকাটা জরুরি । কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনও কবরস্থানে, শ্মশানে, স্মৃতি সৌধে । চলতি বছরের শুরু অনুসারে, বয়স 45 বছরের বেশি হবে না । সাধারণের জন্য চারটি আসন বরাদ্দ । এসসি তিনটি, এসটি দুটি এবং ওবিসি-র দুটি আসন । অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করা শুরু হবে আগামী মার্চ মাসের সাত তারিখ থেকে । আবেদনের শেষ দিন ছয় এপ্রিল । বেতন হল রোপা 2019 অনুসারে, লেভেল 14 অনুযায়ী বেতন এবং বাকি ভাতা পাবেন কর্মী ।