পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সংখ্যালঘু মহিলারা এখন স্বাবলম্বী', বললেন পদ্মশ্রী কাঁথাস্টিচ শিল্পী তকদিরা বেগম - kantha stitch Saree

Padma Shri Takdira Begum: কাঁথা স্টিচের কাজের জন্য পদ্মশ্রী পেলেন বোলপুরের শিল্পী তকদিরা বেগম ৷ জীবনের 30টা বছর ধরে এই কাজই করে আসছেন তিনি ৷

ETV Bharat
কাঁথা স্টিচ শিল্পী পদ্মশ্রী তকদিরা বেগম

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 8:48 PM IST

কাঁথাস্টিচ শিল্পী তাকদিরা বেগম পেলেন পদ্মশ্রী সম্মান

বোলপুর, 26 জানুয়ারি: "সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এখন স্বাবলম্বী ৷ কেউ পিছিয়ে নেই", বললেন শিল্পী তকদিরা বেগম ৷ কাঁথাস্টিচ শিল্প সমৃদ্ধির জন্য এবার 'পদ্মশ্রী' সম্মান পাচ্ছেন তিনি ৷ বোলপুরের মাদ্রাসাপাড়ায় নিজের বাড়িতে বসেই দীর্ঘদিন 30 বছর ধরে এই শিল্পের প্রসারের কাজ করে চলেছেন তিনি ৷ সংসারের কাজ সেরে অবসর সময় পেলেই বসে পড়েন সূচ-সুতো হাতে ৷ আগেই তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার, শিল্পগুরু সম্মান ৷ এবার পেলেন পদ্মশ্রী ৷

বোলপুরের মাদ্রাসাপাড়ার বাসিন্দা তকদিরা বেগম ৷ স্বামী ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার ৷ পরিবারের সবাই কাঁথাস্টিচ শিল্পের সঙ্গে যুক্ত ৷ দীর্ঘ 30 বছর ধরে নিজের বাড়িতেই কাঁথাস্টিচের কাজ করে চলেছেন শিল্পী ৷ সংসারের কাজের ফাঁকে বাড়ির দাওয়ায় হাতে সূচ-সুতো নিয়ে বসে পড়েন তকদিরা বেগম ৷

তাঁর শৈল্পিক সূচিকর্মে অনুপ্রাণিত হয়েছেন এলাকার মহিলারা ৷ স্থানীয় মহিলারা তকদিরা বেগমের কাছে এই কাঁথাশিল্পের কাজ শিখতে আসেন ৷ নিজের শিল্পচর্চার পাশাপাশি অন্য মহিলাদেরও এই কাজ শিখিয়েছেন শিল্পী তকদিরা বেগম ৷ তিনি জানান, 1996 সালে কাঁথাস্টিচ শিল্পের প্রসারের ও সমৃদ্ধের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ৷ 2009 সালে পেয়েছেন শিল্পগুরু সম্মাননা ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান নেবেন তিনি ৷ স্বভাবতই এমন ঘটনায় আপ্লুত তাঁর পরিবারের সকলে ৷

এই প্রসঙ্গে শিল্পী তকদিরা বেগম বলেন, "কেন্দ্রীয় কুটির শিল্প মন্ত্রক থেকে ফোন করে জানানো হয়, আমার নাম পদ্মশ্রী প্রাপকের তালিকায় আছে ৷ শুনে খুব খুশি হই ৷ ত্রিশ বছর ধরে কাঁথাস্টিচের কাজ করছি ৷ আমাদের বাড়ির সবাই এই কাজের সঙ্গে যুক্ত ৷ অনেককে শিখিয়েছি, এখনও শেখাই ৷ নতুন নতুন নকশা করতে ভালো লাগে আমার।" শিল্পী তাগদিরা বেগম আরও বলেন, "সমাজে পিছিয়ে পড়া সকলকে বলব, স্বনির্ভর হতে ৷ সংখ্যালঘু মেয়েরা আর পিছিয়ে নেই, ঘরে বসে নেই ৷ তারা এখন স্বাবলম্বী ।"

আরও পড়ুন:

  1. ভারতের প্রথম মহিলা মাহুত পার্বতী সম্মানিত পদ্মশ্রী সম্মানে
  2. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি
  3. 'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

ABOUT THE AUTHOR

...view details