পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমাণ্ড হাসপাতালে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা, নির্দেশ কলকাতা হাইকোর্টের - Jyotipriya Mallick medical exam - JYOTIPRIYA MALLICK MEDICAL EXAM

Calcutta High Court orders: কমাণ্ড হাসপাতালে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা ৷ এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ ইডি অকারণে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেনস্থা করছে বলে পালটা অভিযোগ করেন তাঁর আইনজীবী।

Cal High Court orders
নির্দেশ কলকাতা হাইকোর্টের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 11:02 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর:কমাণ্ড হাসপাতাল জ্যোতিপ্রিয় মল্লিকের ফের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রেসিডেন্সি জেল সুপার এবং ইডি'র প্রতিনিধিদের উপস্থিতিতে এই পরীক্ষা করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। এর আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে যে পরীক্ষা হয়েছিল সেই রিপোর্টে গলদ রয়েছে বলে অভিযোগ জানিয়েছিল ইডি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কমাণ্ড হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, 11 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে কমাণ্ড হাসপাতালকে। 12 সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটেয়ে ফের হবে মামলার শুনানি। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী এদিন ফের অভিযোগ করেন, ইডি অকারণে হেনস্থা করছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এই মামলার মূল অভিযুক্ত-সহ একাধিক ব্যাক্তির জামিন মঞ্জুর করা হয়েছে নিম্ন আদালতে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি কোনও প্রমাণ দেখাতে পারেনি। তা সত্ত্বেও তাঁকে জোর করে গ্রেফতার করে রাখা হয়েছে।

ইডি'র আইনজীবী ধীরজ ত্রিবেদীর অবশ্য বক্তব্য, রিপোর্টে কিছু গলদ আছে বলে তাদের প্রাথমিকভাবে মনে হয়েছে। কমাণ্ড হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল টেস্ট করা যেতে পারে। কারণ, এর আগেও হাইকোর্টের অন্য বেঞ্চের নির্দেশে কমাণ্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তাঁর। যদিও প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় এদিন বলেন, "যে কোনও মুহূর্তে তাঁকে ডায়ালিসিস করতে হতে পারে। আমরা বিশেষজ্ঞ নই। কিন্তু, রিপোর্ট দেখে আদালত অন্তত বোঝার চেষ্টা করুক এবং সিদ্ধান্ত নিক।"

এর পরই ধীরজ ত্রিবেদী ফের বলেন, "2019 সালের জুন মাসের রিপোর্টে বলা হয়েছে সুগার 9.8 । সুগারের লেভেল খাওয়া দাওয়ার উপর নির্ভর করে। যদি তিনি টেস্টের আগে প্রচুর মিষ্টি খেয়ে নেন, তাহলে রিপোর্টে অনেক দেখাবে ।" এই সময়ই মিলন মুখোপাধ্য়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, "এত কথা কিসের ? ইডি'কে আজকে একটি হাসপাতালের কথা জানাতে বলা হয়েছিল গতকাল যেখানে জ্যোতিপ্রিয়র পরীক্ষা করা হবে। তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েক মাস ধরে ইডি যা করছে, তা অভিপ্রেত নয়। তারা যে তথ্য দিচ্ছে, সেগুলি আমাদের আবেদনের বিষয়বস্তু নয়। অবিলম্বে মন্ত্রীর জামিন মঞ্জুর করা উচিত আদালতের।"

ABOUT THE AUTHOR

...view details