পশ্চিমবঙ্গ

west bengal

দাবি না-মানা হলে কাজে যোগদান নয়, মুখ্যমন্ত্রীর আবেদনে জবাব জুনিয়র ডাক্তারদের - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 6:29 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে মহামিছিল ৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের এই মিছিল থেকে বার্তা দেওয়া হল, রাজনীতি নয় ৷ তাঁরা সুবিচার চান ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মহামিছিল জুনিয়র ডাক্তারদের ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 28 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন এখনই মানা সম্ভব নয় তাঁদের পক্ষে ৷ আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবিপূরণ না-হলে, তাঁরা কাজে ফিরবেন না বলে জানিয়ে দিলেন ৷ আজ শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সুবিচারের দাবিতে মিছিল থেকে এমনই বার্তা দেওয়া হয়েছে ৷

শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল জুনিয়র ডাক্তারদের (নিজস্ব ভিডিয়ো)

আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, তাঁরা দ্রুত কাজে ফিরতে চান ৷ কিন্তু, তাঁদের যে দাবিগুলি রয়েছে, তা পূরণ করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ৷ যেমন, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনে প্রকৃত দোষী যারা, তারা সবাই এখনও খোলা আকাশের নিচে ঘুরছে ৷ জুনিয়র ডাক্তারদের প্রতিনিয়ত বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ এই পরিবেশে জুনিয়র ডাক্তাররা নিজেদের নিরাপদ মনে করছেন না ৷

এর পাশাপাশি, আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ এবং তাঁকে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার দাবি তুলেছেন তাঁরা ৷ সেই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবিও করা হয়েছে ৷ এনিয়ে স্বাস্থ্যভবন জুনিয়র ডাক্তারদের জানিয়েছে, তা কখনওই সম্ভব নয় ৷ আর তাই আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে ফেরার আবেদনকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷

এদিনের এই দীর্ঘ মহামিছিলে কলকাতা ও বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা যেমন অংশ নিয়েছিলেন, তেমনই রাজ্যের একাধিক সিনিয়র চিকিৎসকও এই মিছিলে হাঁটেন ৷ সবার একটাই আওয়াজ, সুবিচার পাক আরজি করের মৃত নির্যাতিতা চিকিৎসক ৷ বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সিনিয়র চিকিৎসকরা এই মিছিলে অংশ নিয়েছিলেন ৷ অন্যদিকে, নীলরতন সরকার বা এনআরএসের জুনিয়র ডাক্তাররা একটি পথনাটিকা পরিবেশন করেন ৷

ABOUT THE AUTHOR

...view details