কলকাতা, 11 সেপ্টেম্বর:নিজেদের অবস্থান থেকে একচুলও সরলেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ বরং তাঁরা পালটা চাপ বাড়ালেন রাজ্য প্রশাসনের উপর ৷ নবান্নে ইমেল করে তাঁরা বৈঠকে বসার জন্য তাঁদের শর্তের কথা জানিয়ে দিয়েছেন ৷
বৈঠকে তাঁদের প্রতিনিধির সংখ্যা হবে 30, আলোচনা যা হবে সবটারই সরাসরি সম্প্রচার করতে হবে এবং আলোচনায় বসতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীকে ৷ এই শর্তগুলিতেই অনড় রয়েছেন তাঁরা এবং জানিছেন তাঁদের দেওয়া শর্তগুলি মানা হলে তবেই জুনিয়ার ডাক্তাররা নবান্নে আলোচনায় যোগ দেবেন ।
গতকালের পর আজ জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় বার আলোচনার প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের তরফে ৷ মুখ্যসচিব মনোজ পন্থ আজ বিকেল 3টে 21 মিনিটে ইমেল করে জুনিয়র ডাক্তারদের আজ সন্ধে ছ'টায় নবান্নে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান । এরপরই এই নিয়ে বৈঠকে বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ ঘড়ির কাঁটায় যখন পাঁচটা তেইশ, অর্থাৎ মুখ্যসচিবের চিঠি পাঠানোর দু'ঘণ্টা পর তাঁর চিঠির জবাব দেন জুনিয়র ডাক্তাররা ।
তাঁরা ইমেলে কী লিখেছেন ?
তাঁদের আগের ইমেলে জানানো দাবিগুলিই দ্বিতীয় ইমেলে ফের তুলে ধরেছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা জানিয়ে দিয়েছেন,