পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানে পুলিশি আক্রমণ, নিন্দা জুনিয়র চিকিৎসকদের - RG Kar Doctor Rape and Murder

Junior Doctors Condemns Police Action: ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি হামলার বিরোধিতায় সরব হলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা নিজেরা এই আন্দোলনে অংশ না নিলেও পুলিশি আচরণের প্রতিবাদ করলেন জুনিয়র চিকিৎসকরা ।

Junior Doctors Condemns Police Action
নির্যাতিতাকে শ্রদ্ধাজ্ঞাপন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 10:17 PM IST

কলকাতা, 27 অগস্ট: আরজি কর কাণ্ডে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি হামলার বিরোধিতায় সরব জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, "রাজনৈতিক বা অরাজনৈতিক ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া কোনও আন্দোলনের উপর প্রশাসনিক এবং পুলিশি বর্বরতা গণতান্ত্রিক ব্যবস্থার অপমান ।" কোনও কোনও চিকিৎসক এমনও বলছেন, আজকের এই পুলিশি তৎপরতা যদি 14 তারিখ রাতে আরজি কর হাসপাতালের দেখা যেত তাহলে জরুরি বিভাগ ধ্বংসস্তূপে পরিণত হতো না।

পাশাপাশি, আগামিকাল বিজেপির তরফ থেকে যে বাংলা বনধের ডাক দেয়া হয়েছে তাতেও সামিল হচ্ছেন না তাঁরা । তাছাড়া আগামিকাল শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত দুপুর বারোটার সময় একটি নাগরিক মিছিলে ডাক দিয়েছেন আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা । এদিকে জুনিয়র চিকিৎসকের পাশে দাঁড়িয়ে এবার অবস্থানে বসলেন সিনিয়র চিকিৎসকেরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্টরসের তরফে মঙ্গলবার একটি অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে । আরজি কর হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে তাঁরা অবস্থান বসেছেন । রোজ বিকাল 4 টায় থেকে সন্ধ্যা 7 টায় পর্যন্ত অবস্থানে থাকবেন তাঁরা।

আগেই জুনিয়র চিকিৎসকরা নবান্ন অভিযান তাঁদের কর্মসূচি নয় । সেখানে তাঁদের কোনও প্রতিনিধি অংশ নিচ্ছে না। ছাত্র সমাজের ডাকা মঙ্গলবার নবান্ন অভিযানের আগেই নিজেদের অবস্থান এভাবেই স্পষ্ট করেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ ৷ নির্যাতিত ওই মহিলা চিকিৎসকের বিচারের দাবি চেয়ে এই নবান্ন অভিযান বলে দাবি করেন তাঁরা ৷ তবে 18 দিন ধরে বিচারের দাবিতে আন্দোলন চালাতে থাকা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নবান্ন অভিযানের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷ এরপর আগামিকাল তাঁরা পথে নামবেন।

ABOUT THE AUTHOR

...view details