কলকাতা, 9 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের অভয়া পুজো পরিক্রমা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বুধবার বিকেলে ৷ কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে চাঁদনি চকের কাছে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় জুনিয়র চিকিৎসকদের ৷ সেন্ট্রাল অ্যাভিনিউতে সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাস-সহ একাধিক গাড়িকে ৷
অভিযোগ, মিছিলের জেরে যানজট শুরু হয়ে যায় ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের দাবি, পুলিশের তরফে ইচ্ছে করে যানজট তৈরি করা হয়েছে ৷ সেই কারণে বিভিন্ন গাড়ির চাবি চালকদের থেকে পুলিশের তরফে নিয়ে নেওয়া হয় ৷ তার জেরেই যানজট তৈরি হয় ৷
জুনিয়র ডাক্তারদের অভয়া পুজো পরিক্রমা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি (নিজস্ব চিত্র) অন্যদিকে অভয়া পুজো পরিক্রমার জন্য তিনটি ম্যাটাডোর আটক করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ এই নিয়ে চাঁদনি চকের পর ধর্মতলাতেও গোলমাল ছড়ায় ৷ উত্তপ্ত পরিস্থিতি বাড়তে থাকায় ধর্মতলার অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীদের একাংশ যান সেখানে ৷ দীর্ঘ টানাপোড়েনের পর গাড়িগুলি ছাড়াতে সক্ষম হন তাঁরা ৷
অভয়া পুজো পরিক্রমায় সাধারণ মানুষ (নিজস্ব চিত্র) কিন্তু যানজট মারাত্মক আকার নেয় ৷ আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও ৷ প্রায় ঘণ্টাখানেক অ্যাম্বুল্যান্সটি আটকে ছিল ৷ মেদিনীপুর থেকে কেমো নিতে এসে আটকে পড়েন রোগী ৷
সেন্ট্রাল অ্যাভিনিউতে যানজট (নিজস্ব চিত্র) উল্লেখ্য, বুধবার দুপুরে অভয়া পুজো পরিক্রমা শুরু করে ৷ এদিন তাঁদের যাওয়ার কথা দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপে । কালীঘাট, মুদিয়ালী, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্থান পার্ক, ট্রায়াঙ্গুলার পার্ক, ঢাকুরিয়া, যাদবপুর, গড়িয়াহাটে যাবেন তাঁরা । সেখানে নিজদের দাবি তুলে ধরবেন জুনিয়র চিকিৎসকরা ।
যানজটে আটকে অ্যাম্বুল্যান্স (নিজস্ব চিত্র) কিন্তু শেষপর্যন্ত তাঁরা কি তাঁদের কর্মসূচি শেষ করতে পারবেন, তা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মতলায় পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে জুনিয়র ডাক্তারদের টানাপোড়েন চলছে ৷
জুনিয়র ডাক্তারদের রক্তদান শিবির (নিজস্ব চিত্র) পাশাপাশি এ দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ সেই জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "আমাদের কারও মন ভালো নেই । আমাদের সহযোদ্ধার অনশনে আছেন ৷ আমরা চাইছি সরকার আমাদের দাবিগুলো শুনে সদর্থক ভূমিকা পালন করুক । সাধারণ মানুষ প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছে । তাই তাদের স্বার্থে আমার এই রক্তদান শিবিরের আয়োজন করেছি । অধ্যাপক চিকিৎসকরাই মূলত আজ এই রক্তদান শিবির করছেন ।"