নয়াদিল্লি, 16 ডিসেম্বর: বিজয় দিবসে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ সোমবার লোকসভার জিরো আওয়ারে তিনি লোকসভায় বাংলাদেশে নির্যাতিতদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কথা তোলেন ৷ এরই সঙ্গে তিনি দাবি করেন, এদিন সেনার সদর কার্যালয় থেকে বিজয় দিবসে ভারত ও পাকিস্তান সেনার মধ্য স্বাক্ষরের ঐতিহাসিক ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে ৷
লোকসভায় ওয়েনাড়ের সাংসদ বলেন, "হিন্দু ও খ্রিস্টান-সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে সেই বিষয়ে সরকারের কড়া পদক্ষেপ করা উচিত ৷ বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিত, অত্যাচারিতদের সহযোগিতার করা উচিত কেন্দ্রীয় সরকারের ৷" এরই সঙ্গে সংসদের নিম্নকক্ষে প্রিয়াঙ্কা দাবি করেন, "আজ বিজয় দিবস ৷ এদিকে আজই ভারতীয় সেনাবাহিনীর সদর দফতর থেকে একটি ছবি সরিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনা ভারতীয় সেনার কাছে যখন আত্মসমর্পণ করে ঠিক সেই সময় ওই সময়ে ছবিটি তোলা হয়েছিল ৷"
লোকসভা থেকে বেরিয়ে সংসদ চত্বরে সাংবাদিকদের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "প্রথমে অধ্যক্ষ বলেন যে বিজয় দিবস নিয়ে কথা বলা যাবে ৷ পরে আমাকে জানানো হয় যে, এই বিজয় দিবস নিয়ে আমি কোনও কথা বলতে পারব না ৷ শুধুমাত্র (বিজেপি) সরকার বলবে ৷ হয়তো সরকারের মনেও ছিল না ৷ নিশিকান্ত দুবেকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনি বলেন ৷ এরপর আমি বলেছি ৷"
आज संसद के शून्य काल में अपनी बात रखी-
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 16, 2024
बांग्लादेश में हिंदुओं और ईसाई अल्पसंख्यकों पर हो जो अत्याचार हो रहा है, उसके खिलाफ सरकार को ठोस कदम उठाने चाहिए।
दुख की बात है कि सेना के हेडक्वार्टर में से वह तस्वीर हटा दी गई है जिसमें पाकिस्तान की सेना भारतीय सेना के सामने आत्मसमर्पण… pic.twitter.com/BVTeniU289
বিজয় দিবসে তিনি কী বিষয়ে বলেছেন, তাও স্পষ্ট করে জানান প্রিয়াঙ্কা ৷ কংগ্রেস সাংসদ বলেন, "আমি মাত্র দু'মিনিট বলতে পেরেছি এবং দু'টি ইস্যু উত্থাপন করেছি ৷ প্রথমত, বিজয় দিবসে শহিদ যাঁরা এই লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের সবাইকে প্রমাণ জানিয়েছি ৷ সাধারণ মানুষ যাঁরা দৃঢ়তার সঙ্গে সেনার পাশে ছিলেন, তাঁদেরও প্রমাণ জানাই ৷ আর ইন্দিরাজিকেও প্রণাম জানাই ৷ তাঁর দৃঢ়তা, ক্ষমতায় আমরা এই লড়াই করেছিলাম এবং জয়ী হই ৷"
এর সঙ্গে দু'টি বিষয় জড়িত বলে জানান কংগ্রেস নেত্রী ৷ প্রিয়াঙ্কার কথায়, "আজ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে ৷ কিন্তু সেদিন আমরা যে লড়াই করেছিলাম, তা মতাদর্শের জন্যই ৷ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা থেকে শুরু করে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল আমাদের লড়াইয়ের আদর্শ ৷ এই আদর্শই ভারতকে মহান করেছে ৷ সেই সময় ইন্দিরাজি এই বিষয়ে সারা বিশ্বে ঘুরেছিলেন ৷ সবাইকে বলেছিলেন যে বাংলাদেশের এই অত্যাচারের মোকাবিলা করুন, এটা বন্ধ হোক ৷ কেউ আসেনি ৷ শুধু আমাদের দেশ, ইন্দিরাজি, সেনা আর দেশের জনতা পাশে ছিল ৷ আজও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ৷ আমি এটাই বলতে চাই যে, আমাদের সরকার সরব হোক ৷ বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক ৷ সংখ্য়ালঘুদের নিরাপদে রাখার ব্যবস্থা করুক ৷"
এছাড়া সেনার হেড কোয়ার্টার থেকে ঐতিহাসিক ছবি সরিয়ে নেওয়ার কথাও বলেন রাজীব-তনয়া প্রিয়াঙ্কা ৷ তাঁর দাবি, "আজ বিজয় দিবসে সেনার হেডকোয়ার্টার থেকে এতদিন ধরে টাঙানো ছবিটি সরিয়ে দেওয়া হচ্ছে ৷ সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করছে ৷ ওই ছবিতে ফিল্ড মার্শাল মানিক শ, জেনারেল অরোরা, ব্রিগেডিয়ার কেএস চন্দ্রপুরজি রয়েছেন ৷ আজকের এই বিশেষ দিনেই কেন তাঁদের অপমান করা হচ্ছে ? মুক্তিযুদ্ধের সেই জয় দেশের কাছে গর্বের বিষয় ৷ এনিয়ে রাজনীতি কেন করছেন ৷"
প্রিয়াঙ্কার কাঁধে প্যালেস্তাইন লেখা ব্যাগ
#WATCH | Delhi: Congress MP Priyanka Gandhi Vadra arrived at the Parliament for the winter session proceedings, this morning. pic.twitter.com/mwzPme5pp3
— ANI (@ANI) December 16, 2024
এদিকে প্যালেস্তাইন নিয়ে তাঁর ভাবনাও পরিষ্কার করে দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ এদিন তাঁকে সংসদে একটি ব্যাগ নিয়ে ঘুরতে দেখা যায়, তাতে ইংরেজিতে 'প্যালেস্তাইন' লেখা রয়েছে ৷ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে তিনি বরবারই প্যালেস্তাইনের সমর্থনে সরব হয়েছেন ৷ ব্যাগে প্যালেস্তাইনের প্রতীক তরমুজের ছবিও আঁকা রয়েছে ৷ গত সপ্তাহেই তাঁর সঙ্গে দেখা করেন প্যালেস্তাইন দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স আবেদ এলরাজেগ আবু জাজের ৷ তিনি প্রিয়াঙ্কাকে ওয়েনাড়ের উপনির্বাচন জয়ের শুভেচ্ছা জানান ৷