কোচি, 16 ডিসেম্বর: ফের কোচ ছাঁটাই কেরালা ব্লাস্টার্সে ৷ ইভান ভুকোমানোভিচ বিদায়ের পর চলতি মরশুমের শুরুতে অনেক আশা নিয়ে মিকায়েল স্তাহরেকে কোচ করে নিয়ে এসেছিল দাক্ষিণাত্যের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ মরশুমের আগে ঘটা করে বিদেশে প্রাক-মরশুম প্রস্তুতি সত্ত্বেও চলতি আইএসএলে প্রত্যাশিত ছন্দে ধরা দিতে ব্যর্থ কেরালা ব্লাস্টার্স ৷ শনিবার মোহনবাগান সুপারজায়ান্টের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গে হারের হ্যাটট্রিক করে তারা ৷ আর তারপরই সোমবার সুইডিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল ব্লাস্টার্স ৷
চলতি আইএসএলে এখনও পর্যন্ত মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে মানজাপ্পাড়া ব্রিগেড ৷ হার সাতটি ম্যাচে ৷ 12 ম্য়াচ পর ঝুলিতে পয়েন্ট মাত্র 11 ৷ এই পরিসংখ্যানই যথেষ্ট স্তাহরেকে ছেঁটে ফেলার জন্য ৷ কেবল স্তাহরে নন, একইসঙ্গে তাঁর দুই সহকারি বোর্ন ওয়েস্টর্ম ও ফ্রেডেরিকো পেরেইরা মোরাইসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করল ফ্র্যাঞ্চাইজিটি ৷ এক বিবৃতিতে কেরালা ব্লাস্টার্সের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই নয়া কোচ খুঁজে নেওয়া হবে ৷ তবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন রিজার্ভ টিমের কোচ টমাস টর্জ ও তাঁর সহকারি টিজি পুরুষোত্তম ৷
🚨 CLUB STATEMENT 🚨
— Kerala Blasters FC (@KeralaBlasters) December 16, 2024
Kerala Blasters FC confirms that Head Coach Mikael Stahre, along with Assistant Coaches Björn Wesström and Frederico Morais, have left their respective roles with immediate effect.
Read the full statement on the club website ⏬#KBFC
দায়িত্বগ্রহণের পর ব্লাস্টার্সের হেড কোচ হিসেবে 49 বছরের স্তাহরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ডুরান্ড ৷ সেখানে কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসি'র কাছে হারতে হয় ব্লাস্টার্সকে ৷ এরপর আইএসএলেও হেরেই শুরু করে তারা ৷ তবে পরবর্তী চার ম্যাচ থেকে 8 পয়েন্ট কুড়িয়ে দুরন্ত কামব্যাক করেন নোয়া সাদোয়ি, প্রীতম কোটালরা ৷ এরপর ফের পারফরম্যান্সের গ্রাফ পড়তে শুরু করে ইয়েলো ব্রিগেডের ৷ আইএসএলের শেষ সাত ম্যাচের মধ্যে 6টিই হেরেছে তারা ৷ জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে ৷ ইতিমধ্যেই দু'বার হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে কোচির দলটির ৷
গত শনিবার যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ স্তাহরের কাছে ছিল ডেডলাইন ৷ সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে 2-1 গোলে এগিয়ে যায় ব্লাস্টার্স ৷ কিন্তু 86 মিনিটে জেসন কামিংসের গোল এবং সংযুক্তি সময়ে (90+5 মিনিট) আলবার্তো রড্রিগেজের দূরপাল্লার শটে দুর্ধর্ষ গোল ফের হারের স্বাদ এনে দেয় স্তাহরের দলকে ৷ এরপরই চাকরি গেল সুইডিশ কোচের ৷