ETV Bharat / business

পাইকারি মূল্যস্ফীতির হার 3 মাসের সর্বনিম্ন, সুদ কি কমাবে আরবিআই ? - WPI INFLATION DECLINES

নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হার কমলেও আলু আর ডিমের দাম বেশ কিছুটা বেড়েছে।

WPI Inflation Drops
নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হার কমেছে (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Dec 16, 2024, 6:18 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: খুচরো মূল্যস্ফীতির পর, নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হারও কমেছে। পাইকারি মূল্যস্ফীতির হার 2024 সালের নভেম্বরে তিন মাসের সর্বনিম্ন 1.89 শতাংশে নেমে এসেছে, যা চলতি বছরের অক্টোবরে ছিল 2.36 শতাংশ। গত বছর, 2023 সালের নভেম্বরে, পাইকারি মূল্যস্ফীতির হার ছিল 0.39 শতাংশ।

কমেছে খাদ্য মূল্যস্ফীতির হার:

সম্প্রতি বাণিজ্য মন্ত্রক পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। এই তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হার নেমে এসেছে 1.89 শতাংশে। খাদ্যমূল্য বৃদ্ধির গতি মন্থর হওয়ায় পাইকারি মূল্যস্ফীতির হার নভেম্বর মাসে কমেছে। নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 8.92 শতাংশ যা 2024 সালের অক্টোবরে ছিল 11.6 শতাংশ। সবজির মূল্যস্ফীতির হার বেড়েছে 28.57 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল 63 শতাংশ হারে। নভেম্বর মাসে শস্যের দাম বেড়েছে 7.81 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল 7.9 শতাংশ।

আলু ও ডিমের দাম বৃদ্ধি:

নভেম্বর মাসে আলুর মূল্যস্ফীতির হার ছিল 82.79 শতাংশ, যা অক্টোবরে ছিল 78.73 শতাংশ। নভেম্বরে পেঁয়াজের মূল্যস্ফীতি 2.85 শতাংশে নেমে এসেছে যা অক্টোবরে ছিল 39.25 শতাংশ। নভেম্বরে ডিম, মাংস ও মাছের মূল্যস্ফীতির হার বেড়েছে 3.16 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল -0.52 শতাংশ।

কমেছে খুচরো মূল্যস্ফীতির হার:

গত সপ্তাহে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক খুচরো মূল্যস্ফীতির পরিসংখ্যান জানায়। খুচরো মূল্যস্ফীতির হার নভেম্বরে 5.48 শতাংশে নেমে এসেছে যা অক্টোবরে ছিল 6.21 শতাংশ। খাদ্য মূল্যস্ফীতির হারও কমেছে। খরিফ ফসলের ভালো উৎপাদন এবং বাজারে সবজির জোগান বৃদ্ধি পাওয়ায় খাদ্য মূল্যস্ফীতির হারও কমছে।

আরও পড়ুন
একধাক্কায় 15% বাড়ল পোলট্রির ডিমের দাম, আজ কলকাতায় দর কত ?
ঊর্ধ্বমুখী আলুর দাম, নতুন জোগানে দর কমবে কবে থেকে ?

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: খুচরো মূল্যস্ফীতির পর, নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হারও কমেছে। পাইকারি মূল্যস্ফীতির হার 2024 সালের নভেম্বরে তিন মাসের সর্বনিম্ন 1.89 শতাংশে নেমে এসেছে, যা চলতি বছরের অক্টোবরে ছিল 2.36 শতাংশ। গত বছর, 2023 সালের নভেম্বরে, পাইকারি মূল্যস্ফীতির হার ছিল 0.39 শতাংশ।

কমেছে খাদ্য মূল্যস্ফীতির হার:

সম্প্রতি বাণিজ্য মন্ত্রক পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। এই তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে পাইকারি মূল্যস্ফীতির হার নেমে এসেছে 1.89 শতাংশে। খাদ্যমূল্য বৃদ্ধির গতি মন্থর হওয়ায় পাইকারি মূল্যস্ফীতির হার নভেম্বর মাসে কমেছে। নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 8.92 শতাংশ যা 2024 সালের অক্টোবরে ছিল 11.6 শতাংশ। সবজির মূল্যস্ফীতির হার বেড়েছে 28.57 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল 63 শতাংশ হারে। নভেম্বর মাসে শস্যের দাম বেড়েছে 7.81 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল 7.9 শতাংশ।

আলু ও ডিমের দাম বৃদ্ধি:

নভেম্বর মাসে আলুর মূল্যস্ফীতির হার ছিল 82.79 শতাংশ, যা অক্টোবরে ছিল 78.73 শতাংশ। নভেম্বরে পেঁয়াজের মূল্যস্ফীতি 2.85 শতাংশে নেমে এসেছে যা অক্টোবরে ছিল 39.25 শতাংশ। নভেম্বরে ডিম, মাংস ও মাছের মূল্যস্ফীতির হার বেড়েছে 3.16 শতাংশ, যা অক্টোবরে বেড়েছিল -0.52 শতাংশ।

কমেছে খুচরো মূল্যস্ফীতির হার:

গত সপ্তাহে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক খুচরো মূল্যস্ফীতির পরিসংখ্যান জানায়। খুচরো মূল্যস্ফীতির হার নভেম্বরে 5.48 শতাংশে নেমে এসেছে যা অক্টোবরে ছিল 6.21 শতাংশ। খাদ্য মূল্যস্ফীতির হারও কমেছে। খরিফ ফসলের ভালো উৎপাদন এবং বাজারে সবজির জোগান বৃদ্ধি পাওয়ায় খাদ্য মূল্যস্ফীতির হারও কমছে।

আরও পড়ুন
একধাক্কায় 15% বাড়ল পোলট্রির ডিমের দাম, আজ কলকাতায় দর কত ?
ঊর্ধ্বমুখী আলুর দাম, নতুন জোগানে দর কমবে কবে থেকে ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.