পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক ! ফের বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা - JUNIOR DOCTOR PROTEST

অভীক দে-এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু জুনিয়র ডাক্তারদের ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলে জানালেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ৷

JUNIOR DOCTOR PROTEST
ফের বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2024, 9:47 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তাঁর যোগ রয়েছে বলে অভিযোগ ৷ সেই চিকিৎসক অভীক দে-কে দেখা গেল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে ৷ সেই ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস্ ৷ সোমবার রাতে প্রতিবাদে সামিল হলেন জুনিয়র চিকিৎসকরা ৷

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় ৷ অভিযোগ, সেদিন রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভীক দে ৷ এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ তাহলে 4 মাসের মধ্যে কীভাবে তিনি নির্দোষ প্রমাণিত হলেন ? সেই প্রশ্ন তুলে এদিন প্রতিবাদ শুরু করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷

অভীক দে-র বিরুদ্ধে বিক্ষোভ (ইটিভি ভারত)

সোমবার রাতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অফিসের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা ৷ বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে । তিনি এখনও নির্দোষ প্রমাণিত হননি । তাঁকে সেই দিন আরজি কর হাসপাতালের ক্রাইম সিনে দেখা গিয়েছিল । তিনি আজকে মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দিলেন । বলা হচ্ছে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । কিন্তু স্বাস্থ্য দফতরে যে রিপোর্ট জমা পড়েছিল, সেখানে অভীর দে-র বিরুদ্ধে প্রমাণ রয়েছে । তাহলে কী মেডিক্যাল কাউন্সিল থ্রেট কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে ? সাহায্য করছে ?" ইতিমধ্যেই, জুনিয়র চিকিৎসকদের একাধিক প্রতিনিধি এই বিক্ষোভে সামিল হয়েছেন ।

অন্যদিকে, সারা রাত মেডিক্যাল কাউন্সিলের সামনে অবস্থান করে 'জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' সংগঠন । কেন অভীক দে বৈঠকে যোগ দিলেন ? কীসের ভিত্তিতে তাঁকে বৈঠকে যোগ দেওয়ার স্বীকৃতি দিল কাউন্সিল ? সেই প্রশ্নই তুলছেন সংগঠনের চিকিৎসক সদস্যরা । এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় বলেন, "সিবিআই-এর চার্জশিটে অভীক দে-র নাম নেই । এমনকী, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । সেই কারণে, কাউন্সিলের সদস্য হিসেবে তাঁকে বৈঠকে যোগ দেওয়ায় সম্মতি জানানো হয়েছে ।" যদিও কাউন্সিল সভাপতির এই বক্তব্যের পাল্টা বিক্ষোভকারী চিকিৎসকদের প্রশ্ন, যাঁকে ক্রাইম সিনে দেখা গিয়েছে ! যাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে ! তাঁকে কী করে নির্দোষ বলছে কাউন্সিল ?

পড়ুন:অভিক দে-র 'থ্রেট কালচার' উত্তরবঙ্গ মেডিক্যালেও ! গৌতম দেবকে ঘিরে তুমুল বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details