কলকাতা, 20 জানুয়ারি:পুলিশি তলবের বিরুদ্ধে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তথা জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমনকী প্রায় 30 জন পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশির নামে আতঙ্ক ছড়ায়। এমন দাবি করে মামলা দায়েরের অনুমতি চান তিনি ৷ সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তবে মামলার শুনানির সময় নির্দিষ্ট করা হয়নি।
গত বুধবার আসফাকুল্লাকে শো-কজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগে আসফাকুল্লাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। আসফাকুল্লার বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের রামতনু নগর এলাকায়। এরপরই বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি করে বিধাননগর পুলিশ। বেশকিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় তারা।