কলকাতা, 9 ফেব্রুয়ারি: রবিবার শেষ হচ্ছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । বইপ্রেমীদের কথা মাথায় রেখে শেষদিন আরও এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হল সময় । আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রতিদিন খোলে দুপুর 12টা নাগাদ । বন্ধ হয় রাত আটটা নাগাদ । আটটা বেজে যাওয়ার পর আর কোনও বইপ্রেমী বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন না । কিন্তু রবিবার অর্থাৎ বইমেলার শেষ দিন এক ঘণ্টার জন্য সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল । অর্থাৎ আজ রাত আটটার বদলে, বইমেলা খোলা থাকছে রাত ন'টা পর্যন্ত ।
সমাপ্তিলগ্নের দোরগোড়ায়, শনিবার ভিড় উপচে পড়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । এদিন প্রায় চার লাখ বইপ্রেমী এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে । এই বছর এখনও পর্যন্ত প্রায় 23 লাখ বইপ্রেমীর পা পড়েছে বইয়ের এই উৎসবে । গতবারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম হলেও আশাহত নয় গিল্ড । কারণ, বই বিক্রির পরিমাণ আলো দেখাচ্ছে প্রকাশকদের ।