পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরে বাড়িছে সে ! নিম্নচাপের ভ্রুকুটিতে একাধিক জেলায় ভারী বৃষ্টি, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা - West Bengal Weather Update

West Bengal Monsoon Update: সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ ৷ এর প্রভাবে গাঙ্গেয় বঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

WEST BENGAL WEATHER UPDATE
বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 8:37 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: রবিবার আকাশ মেঘলা, সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়বে বঙ্গে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । 10 সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় । দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 11 সেপ্টেম্বর দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

শনিবার কী ছিল, আজ কেমন ?

শনিবার কলকাতা এবং শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 62 শতাংশ ৷ গতকালের মত রবিবারও আকাশ মূলত মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কী বলছে আলিপুর ?

মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ক্ষেত্রটি ঘণীভূত হয়েছিল, তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । এরপর আজ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে । ফলে গাঙ্গেয় বঙ্গের উপকূলের জেলা, উত্তর ওড়িশা এবং বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বে । এরপর তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । আগামী তিনদিনে এই নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গ, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের ওপর অবস্থান করবে । জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য ।

নিম্নচাপটি যত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, ততই দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা ছাড়া অন্যান্য জেলায় বৃষ্টিপাত বাড়বে । উত্তরবঙ্গে যেহেতু মৌসুমী অক্ষরেখা সক্রিয়, ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর থাকায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে । আবহাওয়া অফিস বলছে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । হাওয়ার বেগ ঘণ্টায় সর্বোচ্চ 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে । ফলে 11 সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details