পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমেও উত্তরে ঝড়বৃষ্টির দাপট অব্যাহত, পুড়বে দক্ষিণবঙ্গ - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather Update: রবিবার দুপুরে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি ৷ আজও ঝড়ের সম্ভাবনা আছে বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
আজও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 7:06 AM IST

কলকাতা, 1 এপ্রিল: চৈত্র শেষের কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি ৷ রবিবার দুপুরে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় ৷ এরপর আজ, সোমবারও ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার- উত্তরে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই ৷ আংশিক মেঘলা আকাশ থাকবে ৷

আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ তবে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে 27 ডিগ্রি ছুঁয়ে ফেলবে ৷ মঙ্গলবার এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রিতেই থাকবে ৷ তবে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি ছুঁয়ে ফেলবে ৷ শুক্রবার পারদ পৌঁছবে 38 ডিগ্রিতে ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতায়, সঙ্গে দমকা হাওয়া চলবে ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ 5 তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ শুষ্ক আবহাওয়া 2-3 ডিগ্রি বৃদ্ধি পাবে ৷

শুধু কলকাতা নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়া চলবে ৷ উত্তরবঙ্গে রবিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে ৷ যার জেরে ক্ষয়ক্ষতি প্রাণহানি পর্যন্ত হয়েছে ৷ আজও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে ৷ আগামিকাল মঙ্গলবারও একই পরিস্থিতি চলবে ৷

আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "শুষ্ক আবহাওয়ায় থাকবে দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ, কাল ও পরশু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বেশ কিছু জেলায় ৷ সঙ্গে দমকা হওয়ারও প্রভাব থাকবে ৷ অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ফের 2-3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে ৷ আজ থেকে পশ্চিমের জেলা বিশেষত পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছতে পারে ৷ কলকাতার ক্ষেত্রেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ৷ 5 এপ্রিল নাগাদ তা 38 ডিগ্রির আশেপাশে থাকবে ৷"

রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ ও সর্বনিম্ন 57 শতাংশ ৷ আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. কালবৈশাখীতে মহিলা-সহ মৃত অন্তত 4, আহত শতাধিক; যাচ্ছেন মমতা-রাজ্যপাল
  2. শেষ মুহূর্তে গোল হজম, চেন্নাইয়িনের কাছে হেরে শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল বাগান

ABOUT THE AUTHOR

...view details