পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather: একটি নিম্নচাপ ক্ষেত্র দুর্বল হয়ে গেলেও আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ৷ তার ফলে এই সপ্তাহের বাকি দিনগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে ৷

Weather Forecast
আবহাওয়ার পূর্বাভাস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 6:49 AM IST

কলকাতা, 28 অগস্ট: গাঙ্গেয় বঙ্গের উপর যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল, তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও তার আশপাশের অঞ্চলের উপর রয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উত্তর ভাগের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে গিয়ে দুর্বল হয়ে পড়বে ৷ তবে আজ বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি ও 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা উত্তর গুজরাত, সাগর এবং উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড, দিঘায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি অতিক্রম করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গিয়ে পড়বে ৷ এর মধ্যে আগামিকাল, বৃহস্পতিবার 29 অগস্ট পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তার আশপাশে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে ৷

এই নিম্নচাপ ক্ষেত্রটি আগামী দু'দিনে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে ৷ এর প্রভাবে সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টি পরিস্থিতি চলবে ৷ বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।

উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ আগামিকালও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ৷ একইভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরের কয়েকটি জায়গায় ৷ সাগরে একটি নতুন নিম্নচাপ ঘনাচ্ছে, তাই মৎস্যজীবীদের 31 অগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদেরও আগামিকাল 29 অগস্টের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ, সর্বনিম্ন 88 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details