কলকাতা, 29 অগস্ট:আপাতত বৃষ্টি পরিস্থিতিতে রাশ। ইতিমধ্যেই কমতে শুরু করেছে বৃষ্টি ৷ তা আরও কমবে। চলতি মাসে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা ছিল তা নেই ৷ আগামিকাল থেকে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও, তাতে ওড়িশা উপকুলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷
বৃষ্টি কমার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (নিজস্ব চিত্র) আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিষ্কার আকাশ। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে ৷ শনিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আজ কয়েকটি জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এগুলি হল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ৷ শুক্রবার রাজ্যে বৃষ্টি কম থাকলেও শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে ৷ শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এগুলি হল ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ৷
উত্তরবঙ্গে বৃষ্টির ছবিটা অবশ্য কিছুটা আলাদা। গত কয়েকদিন ধরেই বৃষ্টির পরিমাণ কমেছে ৷ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়ছে দার্জিলিং-সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতে ৷ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়ছে ৷ শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
যেহেতু সমুদ্রে নিম্নচাপ ঘনাচ্ছে তাই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার কারণে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সেই কারণে বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 63 শতাংশ।