কলকাতা, 27 অগস্ট: চক্রবৎ ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে বৃষ্টি পরিস্থিতি দক্ষিণবঙ্গের সর্বত্র ৷ এর মধ্যে বৃহস্পতিবার, 29 অগস্ট নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে পূর্ব-মধ্য এবং তার আশপাশের উত্তর বঙ্গোপসাগরে ৷ তাই এখন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷ আজ, মঙ্গলবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কলকাতা এবং তার আশপাশের এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "দক্ষিণ বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চলের উপর সুষ্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে ৷ এই নিম্নচাপ ক্ষেত্রটি গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে ৷ এরপর এই সক্রিয় নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ আগামী দু'দিনে গাঙ্গেয় বঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর দিয়ে অতিক্রম করবে ৷ এর পাশাপাশি সমুদ্র পৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, গুনা, সিধি, ডালটনগঞ্জ, গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ও বঙ্গোপসাগরে পড়বে ৷"
গত সপ্তাহে দক্ষিণের কোথাও ভারী-অতিভারী, আবার কোথাও মাঝারি বৃষ্টিতে প্রতিটি জেলায় ধারাস্নান অব্যাহত ৷ এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কোটায় চলে এসেছে ৷