কলকাতা, 24 মে: নন্দীগ্রামে নির্বাচনের আগেই মোতায়েন করা হল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। আগে ছিল 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার সেই সংখ্যা বাড়িয়ে 20 কোম্পানি করা হয়েছে। অর্থাৎ আরও 4 কোম্পানি অতিরিক্ত বাহিনী নন্দীগ্রামে মোতায়ন করার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। পাশাপাশি বাড়ানো হয়েছে কুইক রেসপন্স টিমের সংখ্যাও।
শনিবার ষষ্ঠ দফার নির্বাচন। নির্বাচন হবে আটটি লোকসভা কেন্দ্রে। ভোটগ্রহণ হবে কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্রে। কমিশনের বিশেষ নজর থাকছে নন্দীগ্রামের দিকে। কারণ সম্প্রতি নন্দীগ্রামে এক বিজেপির কর্মীর মৃত্যু হয়েছে। বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ ফলে পূর্ব মেদিনীপুরে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নজর কমিশনের ৷ বাড়তি সতর্কতা রয়েছে নন্দীগ্রামের দিকে।
নির্বাচন সংক্রান্ত খবর জানতে নজর রাখুন...
কমিশনের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রথমে মোতায়ন করা হয়েছিল 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ পরে অতিরিক্ত আরও চার কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে সেখানে। অন্যদিকে জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও শনিবার থাকছেন নন্দীগ্রামেই। এছাড়াও বাড়ানো হয়েছে কুইক রেসপন্স টিমের সংখ্যাও । কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 12। অন্যদিকে বর্তমানে রাজ্যে রয়েছে 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ষষ্ঠ দফা নির্বাচনে 8টি লোকসভা আসনের নির্বাচনের জন্য কাজে লাগানো হবে 919 কোম্পানি। বাকি কোম্পানি থাকবে স্ট্রং রুমের নিরাপত্তায় এবং বাকি জেলাগুলিতে।
আগামিকাল নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়ন থাকবে:
বাঁকুড়া: 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ঝাড়গ্রাম: 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পশ্চিম মেদিনীপুর- 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব মেদিনীপুর - 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখানে লক্ষণীয় যে সবকটি কেন্দ্রের মধ্যে পূর্ব মেদিনীপুরে থাকছে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব বর্ধমান: 16 কোম্পানি কেন্দ্রে বাহিনী।
পুরুলিয়া: 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী