পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা, 2 ঘণ্টা পর পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার খাতা

Higher Secondary Examination: এ কী কাণ্ড ! উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি চলে গেল ছাত্র ৷ টনক নড়তেই ছাত্রের বাড়িতে হানা দিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা ৷ এর মধ্যে কেটে যায় 2 ঘণ্টা ৷ তারপরেই পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার হয় খাতা ৷ শোরগোল শিলিগুড়িতে ৷

Higher Secondary Examination
উচ্চমাধ্যমিক পরীক্ষা

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:23 PM IST

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: এক অদ্ভুত রকমের বিপত্তি ঘটল উচ্চমাধ্যমিক পরীক্ষায় । উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিল পরীক্ষার্থী । আর সেই উত্তরপত্র ফেরত পেতে রীতিমতো কালঘাম ছুটল স্কুল কর্তৃপক্ষের । শেষে পুলিশ নিয়ে গিয়ে পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হল উত্তরপত্রটি । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ি শহরে । পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদের ভূমিকা নিয়ে ।

এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো । একদিকে যেখানে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র যাতে কোনওভাবে ফাঁস না হয়, কিংবা পরীক্ষাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর সংসদ । অন্যদিকে ঠিক তখনই এই ধরনের ঘটনায় অস্বস্তিতে সংসদের কর্তারা । তবে ওই ঘটনায় পরীক্ষা কেন্দ্রে থাকা দুই ইনভিজিলেটরের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংসদ । যদিও ঘটনায় পড়ুয়ার গাফিলতি রয়েছে বলে দাবি করেছেন সংসদের কর্তারা । তবে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষও । এই বিষয়ে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেননি ।

জানা গিয়েছে, শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে মঙ্গলবার সিট পড়েছিল বরদাকান্ত বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের । এ দিন ছিল অর্থনীতির পরীক্ষা । পরীক্ষা শেষে এক পড়ুয়া নিজের উত্তরপত্রের পরিবর্তে প্রশ্নপত্র জমা দিয়ে চলে যায় । উত্তরপত্র গোছানোর সময় বিষয়টি নজরে আসে এক ইনভিজিলেটরের । ব্যস তাতেই পড়ে যায় শোরগোল । উত্তরপত্র পেতে ছুটোছুটি পড়ে যায় স্কুলে ।

ছাত্রের খোঁজ পেতে যোগাযোগ করা হয় বরদাকান্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে । সেখান থেকে মেলে ছাত্রের বাড়ির ঠিকানা । এরপরই শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে সেই ছাত্রের হায়দারপাড়ার বাড়িতে হাজির হন স্কুলের শিক্ষকরা । পরীক্ষার প্রায় দু'ঘণ্টা পর উদ্ধার হয় উত্তরপত্র । তাতে হাঁফ ছেড়ে বাঁচেন শিক্ষকরা । কিন্তু ততক্ষণে জলঘোলা হয়ে গিয়েছে । ওই ছাত্রের নামে সংসদে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি সংসদের তরফেও শুরু হয়েছে তদন্ত ।

আরও পড়ুন:

  1. বাড়ল একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ
  2. পাশে সদ্যোজাত পুত্র, হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিলেন মা
  3. আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের

ABOUT THE AUTHOR

...view details