শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: এক অদ্ভুত রকমের বিপত্তি ঘটল উচ্চমাধ্যমিক পরীক্ষায় । উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিল পরীক্ষার্থী । আর সেই উত্তরপত্র ফেরত পেতে রীতিমতো কালঘাম ছুটল স্কুল কর্তৃপক্ষের । শেষে পুলিশ নিয়ে গিয়ে পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হল উত্তরপত্রটি । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ি শহরে । পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদের ভূমিকা নিয়ে ।
এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো । একদিকে যেখানে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র যাতে কোনওভাবে ফাঁস না হয়, কিংবা পরীক্ষাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর সংসদ । অন্যদিকে ঠিক তখনই এই ধরনের ঘটনায় অস্বস্তিতে সংসদের কর্তারা । তবে ওই ঘটনায় পরীক্ষা কেন্দ্রে থাকা দুই ইনভিজিলেটরের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংসদ । যদিও ঘটনায় পড়ুয়ার গাফিলতি রয়েছে বলে দাবি করেছেন সংসদের কর্তারা । তবে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষও । এই বিষয়ে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেননি ।
জানা গিয়েছে, শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে মঙ্গলবার সিট পড়েছিল বরদাকান্ত বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের । এ দিন ছিল অর্থনীতির পরীক্ষা । পরীক্ষা শেষে এক পড়ুয়া নিজের উত্তরপত্রের পরিবর্তে প্রশ্নপত্র জমা দিয়ে চলে যায় । উত্তরপত্র গোছানোর সময় বিষয়টি নজরে আসে এক ইনভিজিলেটরের । ব্যস তাতেই পড়ে যায় শোরগোল । উত্তরপত্র পেতে ছুটোছুটি পড়ে যায় স্কুলে ।
ছাত্রের খোঁজ পেতে যোগাযোগ করা হয় বরদাকান্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে । সেখান থেকে মেলে ছাত্রের বাড়ির ঠিকানা । এরপরই শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে সেই ছাত্রের হায়দারপাড়ার বাড়িতে হাজির হন স্কুলের শিক্ষকরা । পরীক্ষার প্রায় দু'ঘণ্টা পর উদ্ধার হয় উত্তরপত্র । তাতে হাঁফ ছেড়ে বাঁচেন শিক্ষকরা । কিন্তু ততক্ষণে জলঘোলা হয়ে গিয়েছে । ওই ছাত্রের নামে সংসদে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি সংসদের তরফেও শুরু হয়েছে তদন্ত ।
আরও পড়ুন:
- বাড়ল একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ
- পাশে সদ্যোজাত পুত্র, হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিলেন মা
- আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের