পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে হিংসা রুখতে হবে, উদয়নের গাড়িতে হামলার ঘটনায় কড়াবার্তা রাজ্যপালের - Governor - GOVERNOR

Governor CV Ananda Bose: গাড়িতে হামলার ঘটনায় আবারও প্রকাশ্য সংঘাতে জড়িয়েছে উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিক ৷ হিংসাকে যে কোন মূল্যে রুখতে হবে বলে জানালেন সিভি আনন্দ বোস ৷ এর আগেও রাজ্য ও কেন্দ্রের দুই মন্ত্রীর সংঘর্ষের ঘটনায় ময়দানে নামতে হয়েছিল রাজ্যপালকে ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 11:32 AM IST

উদয়নের গাড়িতে হামলার ঘটনায় কড়া বার্তা রাজ্যপালের

বাগডোগরা, 1 এপ্রিল: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গাড়িতে হামলার ঘটনায় কড়াবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "রাজ্যে এখনও হিংসা ছড়াচ্ছে । হিংসার সঙ্গে প্রতিহিংসাও দেখা যাচ্ছে । আমাদের হিংসাকে যে কোন মূল্যে রুখতে হবে । সময় লাগলেও আমরা হিংসা রুখতে সমর্থ হব । সে বিষয়ে কোন সন্দেহ নেই ।"

রবিবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, ঘুঘুমারি এলাকায় এ দিন বিজেপির মিছিল চলাকালীন তাঁর গাড়িতে হামলা চালানো হয় ৷ তিনি ওই মিছিলের পাশ দিয়ে দিনহাটা থেকে কোচবিহারে ফিরছিলেন ৷ সেই সময়ই ঘুঘুমারি চৌপতি এলাকায় তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ওই হামলায় উদয়ন গুহর গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় ৷ যদিও বিজেপির তরফে এই হামলার দায় অস্বীকার করা হয়েছে ।

তবে এই হামলার ঘটনায় লোকসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷ এই প্রথম নয়, কয়েকদিন আগেই রাস্তায় নেমে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ৷ সেই ঘটনায় বিজেপি ও তৃণমূল একে ওপরের ঘাড়ে দোষ চাপিয়েছিল ৷ এরপর ফের উদয়ন গুহর যাত্রাপথে হামলার ঘটনা ঘটল ৷

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি ৷ গাছ চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে সেখানে ৷ আহত হয়েছেন বহুজন ৷ ঝড়ে বিধ্বস্ত ওই এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকায় যান রাজ্যপাল। মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন । যদিও এ দিন ওই প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে সন্তোষ প্রকাশ কর‍তে দেখা গিয়েছে রাজ্যপালকে ।

আরও পড়ুন:

  1. হামলায় গাড়ির কাচ ভাঙল উদয়নের, নিশীথকেই নিশানা রাজ্যের মন্ত্রীর
  2. নিশীথ প্রামাণিকের গড়ে ধুন্ধুমার, প্রচারে গিয়ে বিপাকে উদয়ন গুহ
  3. 'নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়', দিনহাটায় কড়া বার্তা রাজ্যপাল বোসের

ABOUT THE AUTHOR

...view details