উদয়নের গাড়িতে হামলার ঘটনায় কড়া বার্তা রাজ্যপালের বাগডোগরা, 1 এপ্রিল: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গাড়িতে হামলার ঘটনায় কড়াবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "রাজ্যে এখনও হিংসা ছড়াচ্ছে । হিংসার সঙ্গে প্রতিহিংসাও দেখা যাচ্ছে । আমাদের হিংসাকে যে কোন মূল্যে রুখতে হবে । সময় লাগলেও আমরা হিংসা রুখতে সমর্থ হব । সে বিষয়ে কোন সন্দেহ নেই ।"
রবিবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, ঘুঘুমারি এলাকায় এ দিন বিজেপির মিছিল চলাকালীন তাঁর গাড়িতে হামলা চালানো হয় ৷ তিনি ওই মিছিলের পাশ দিয়ে দিনহাটা থেকে কোচবিহারে ফিরছিলেন ৷ সেই সময়ই ঘুঘুমারি চৌপতি এলাকায় তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ওই হামলায় উদয়ন গুহর গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় ৷ যদিও বিজেপির তরফে এই হামলার দায় অস্বীকার করা হয়েছে ।
তবে এই হামলার ঘটনায় লোকসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷ এই প্রথম নয়, কয়েকদিন আগেই রাস্তায় নেমে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ৷ সেই ঘটনায় বিজেপি ও তৃণমূল একে ওপরের ঘাড়ে দোষ চাপিয়েছিল ৷ এরপর ফের উদয়ন গুহর যাত্রাপথে হামলার ঘটনা ঘটল ৷
কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি ৷ গাছ চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে সেখানে ৷ আহত হয়েছেন বহুজন ৷ ঝড়ে বিধ্বস্ত ওই এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকায় যান রাজ্যপাল। মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন । যদিও এ দিন ওই প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে সন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে ।
আরও পড়ুন:
- হামলায় গাড়ির কাচ ভাঙল উদয়নের, নিশীথকেই নিশানা রাজ্যের মন্ত্রীর
- নিশীথ প্রামাণিকের গড়ে ধুন্ধুমার, প্রচারে গিয়ে বিপাকে উদয়ন গুহ
- 'নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়', দিনহাটায় কড়া বার্তা রাজ্যপাল বোসের