মেদিনীপুর, 18 ফেব্রুয়ারি: মেস থেকে উদ্ধার হল ছাত্রীর মৃতদেহ ৷ মৃতার বাড়ি সবং থানার বাসুলিয়া গ্রামে ৷ 2022 সালের নভেম্বর মাস থেকে মেদিনীপুরের শহরের মির বাজারে মেদিনীপুর ছাত্রী নিবাস নামে মেসে থাকতেন ওই ছাত্রী ৷
এক ছাত্রী অন্বেষা মেদিনীপুর কলেজের ছাত্রী ৷ শনিবার রাতে দরজা খুলে ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ ওই রুমে আরও দু'জন থাকতেন ৷ তাঁরা একদিন আগেই বাড়ি চলে যান ৷ সূত্র অনুযায়ী, এদিন সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছিল ছাত্রী ৷ এরপর রাতে খাওয়ার সময় তাঁকে অন্য রুমে থাকা মেসের ছাত্রীরা ডাকাডাকি করতে যায় ৷ তখন তাঁরা দেখেন ভিতর থেকে দরজা বন্ধ ৷
দরজা সামান্য ফাঁক করে ওই ছাত্রীরা চিৎকার চ্যাঁচামেচি শুরু করে ৷ এই ঘটনায় মেস মালিক আসে ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়া না-পেয়ে তারপর পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ৷ তবে ঠিক কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ ৷
ওই ছাত্রীর রুমমেট অবশ্য জানিয়েছেন, ছাত্রীটি শান্ত ও মিশুকে স্বভাবের ছিল ৷ ঘটনার আগে তিনি রাত পর্যন্ত তাঁরা সবাই গল্পগুজব করেছেন ৷ তিনি জানান, ওই ছাত্রী এক বন্ধুর সঙ্গে দীর্ঘসময় গল্প করতেন ৷ অন্যদিকে এই ছাত্রী নিবাসের মালিক কর্তৃপক্ষ জানায়, তারা বাকি ছাত্রীদের চ্যাঁচামেচির কথা শুনে দৌড়ে আসে ৷ তারপরেই তারা পুলিশের খবর দেয় ৷ পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে ৷ মেসে এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি ৷
আরও পড়ুন:
- 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের
- বিচ্ছেদের পর লেখা 327 ফুটের সুইসাইড নোটই দীর্ঘতম প্রেমপত্র, বাংলার অনবদ্য পত্র উপন্যাস
- পার্ক সার্কাসে মা উড়ালপুলের রেলিংয়ে উঠে আত্মহত্যার হুমকি ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার যুবক