কলকাতা, 28 ডিসেম্বর: সাগর দ্বীপে মেলা হলেও, গঙ্গাসাগরের ছোট সংস্করণ দেখা যায় কলকাতার বুকে ৷ অর্থাৎ, গঙ্গাসাগর যাওয়ার ট্রানজিট শিবির ৷ যেন এক টুকরো ছোট্ট গঙ্গাসাগর মেলা ৷ সেখানেও লাখ-লাখ মানুষের ভিড় হয় ৷ বাবুঘাট-সহ কলকাতার বিভিন্ন ঘাটে জমায়েত করা সাধুসন্ত এবং পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে কলকাতা পুরনিগম ৷ বাবুঘাট চত্বরে হওয়া সেই ট্রানজিট শিবির আরও পরিচ্ছন্ন রাখার জন্য পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ ৷
পুণ্যার্থীদের সুন্দর পরিবেশ উপহার দিতে জঞ্জাল সাফাই বাহিনী বৃদ্ধি করছে পুরনিগম ৷ শনিবার কলকাতা পুরনিগমে গঙ্গাসাগরের ট্রানজিট শিবির নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এবার সেই শিবিরের দায়িত্বে থাকবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷
এই দু’জন এবার গঙ্গাসাগর ট্রানজিট শিবিরের তদারকি করবেন ৷ সাফাই কর্মীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, বাড়ছে হ্যান্ড কার্ট, ডাম্পার থেকে সার্বিক পরিকাঠামো, পরিশ্রুত পানীয় জল, শৌচালয়, আলো ও ভালো রাস্তাঘাট সবটাই করবে কলকাতা পুরনিগম ৷