পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্দেশখালির গঙ্গাধর, 'ভুয়ো' ভিডিয়ো নিয়ে হাইকোর্টে বিজেপির মণ্ডল সভাপতি - Sandeshkhali Viral Video - SANDESHKHALI VIRAL VIDEO

Sandeshkhali Viral Video Case: ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে এবং তিনি আতঙ্কে রয়েছেন ৷ এবার হাইকোর্টে গেলেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ৷

Gangadhar Koyal of Sandeshkhali
সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবার আদালতে গেলেন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 12:02 PM IST

Updated : May 10, 2024, 1:34 PM IST

কলকাতা 10 মে: স্টিং অপারেশনের ভুয়ো ভিডিয়ো কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা গঙ্গাধর ও জ্যোতির্ময় কয়াল ৷ গত 4 মে সন্দেশখালির একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ 9 মে আরেকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ভিডিয়ো নিয়ে গঙ্গাধর কয়ালের অভিযোগ, বিজেপি নেতার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিয়ো তৈরি করে সোশাল মিডিয়ায় ছড়ানো হয়েছে ৷

তাঁর আরও অভিযোগ, এমন প্রচুর ভুয়ো ভিডিয়ো ছড়ানো হয়েছে ৷ তার ফলে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা ৷ সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ কিন্তু এখন lিনি নিরাপত্তার অভাব বোধ করছেন ৷ তাই গঙ্গাধর কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবেদন জানিয়েছেন ৷ বিচারপতি জানিয়েছেন, সিবিআই সরাসরি এইভাবে মামলা নিতে পারে না ৷ তাছাড়া সন্দেশখালির সব মামলা এখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ তবে আবেদনকারী মামলা দায়ের করতে পারেন ৷ সোমবার এর শুনানি হবে ৷

উল্লেখ্য ওই ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় শোনা যাচ্ছে সন্দেশখালির 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সেখানে মহিলাদের উপর কোনও নির্যাতনের ঘটনাই ঘটেনি ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে মহিলারা অর্থের বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ৷ পরে 4 মে দুপুরেই গঙ্গাধর কয়াল সোশাল মিডিয়ায় আরেকটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, ওই ভিডিয়োগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায় তৈরি ৷ কণ্ঠস্বর তাঁর নয় ৷ এদিনই তিনি অভিযোগ জানিয়ে সিবিআই-কেও চিঠি দেন ৷ স্বভাবত, ভোটের বাজারে এমন ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে ৷ এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

এরপরই শাসক দল তৃণমূলে এই ভিডিয়ো নিয়ে বড়স্তরে প্রচার শুরু করে বিজেপির বিরুদ্ধে ৷ ভোটে জিততে বিজেপি আসলে সন্দেশখালিতে চক্রান্ত করেছে বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেন ৷ যদিও গঙ্গাধরের তরফে জানানো হয় এই ভিডিয়ো সম্পূর্ণ মিথ্যা ৷ এই নিয়ে ইতিমধ্যে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগও জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বিজেপি না-ছাড়ার শোধ নিচ্ছে তৃণমূল, সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর
  2. রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির মুখেরা বাদ কেন ? প্রশ্ন রেখার; শমীক বললেন, প্রার্থী নতুন
  3. সন্দেশখালি কাণ্ডে এই প্রথম নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের
Last Updated : May 10, 2024, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details