কলকাতা, 26 সেপ্টেম্বর: আচমকা অসুস্থ হয়ে পড়লেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল । বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল শিয়ালদা আদালত থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷
প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, গতকাল রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন অভিজিৎ মণ্ডল । তাঁর শরীরে অস্বস্তি শুরু হয় বলে তিনি দাবি করেন । এরপর তড়িঘড়ি হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করেন । তাঁর প্রেশার মাপা হয় । পরে চিকিৎসার জন্য জেল হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । বর্তমানে অভিজিৎ মণ্ডল প্রেসিডেন্সি সংশোধনাগার হাসপাতালে চিকিৎসাধীন । তিনি যেখানে চিকিৎসাধীন রয়েছেন, সেই ওয়ার্ডের বাইরে মোতায়েন রয়েছেন কারারক্ষীরা । সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্সি সংশোধনাগারের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "তিনি অসুস্থ হয়েছেন । তাঁর চিকিৎসা চলছে । এই বিষয়ে আমরা সিবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করেছি । সিবিআইয়ের আধিকারিকরাও আমাদের সঙ্গে সবসময় কথা বলছেন ।"
গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হাসপাতালেরই তরুণী চিকিৎসকের দেহ । পরে জানা যায়, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে । এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশ ৷ প্রথম পর্যায়ে পুলিশ তদন্তে নেমে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করলেও, পরবর্তী সময়ে সেই তদন্ত প্রক্রিয়া চলে যায় সিবিআইয়ের হাতে । বর্তমানে সিবিআই টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ।
সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে সিবিআই অভিযোগ এনেছে যে, যখন ওই তরুণী চিকিৎসকের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার হল, সেই সময় তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছিল । গতকাল অভিজিৎ এবং সন্দীপকে শিয়ালদা আদালতে পেশ করা হয় । সেখানে বিচারকের সামনে সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয় যে, টালা থানায় বসেই একাধিক তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছিল এবং ষড়যন্ত্র করা হয়েছিল । শুনানির পর অভিজিৎ মণ্ডলকে ফের সিবিআই প্রেসিডেন্সি সংশোধনাগারে আনে । তবে তারপরেই, গতকাল রাতে তিনি অসুস্থ বোধ করছেন বলে দাবি করায় তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।