কলকাতা, 28 অক্টোবর:ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী তথা দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সৈরানি । সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 64 বছর । মৃত্যুকালে রেখে গিয়েছেন স্ত্রী-সহ এক কন্যা ও পুত্র ৷ বুধবার উত্তর দিনাজপুরে নিজ গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷
উত্তর দিনাজপুর গোয়ালপোখরের উপনির্বাচনে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন ৷ 1996 সালে ওই কেন্দ্রেই দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হন ৷ সে বছরই মন্ত্রিত্ব পান ৷ 2006 সাল পর্যন্ত রাজ্যের ত্রাণ ও সমবায় দফতরের মন্ত্রী ছিলেন ৷ 2006 সালে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির কাছে পরাজিত হন ৷ দলের প্রতি বিষোদগার করে 2023-এর এপ্রিলে ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেন । তার কয়েকমাস পরে অক্টোবরে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন ।
তাঁর সঙ্গে ভাইপো তথা ফরওয়ার্ড ব্লক প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজও কংগ্রেসে যোগ দেন । এ বছর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা থেকে প্রার্থী কংগ্রেস ইমরানকে প্রার্থী করে । যদিও তিনি পরাজিত হন । কাকার প্রয়াণে ইমরান বলেন, "মাসখানেক ধরে কাকা অসুস্থ হয়ে পড়েন । দীর্ঘদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । সেখানে তাঁর ক্যানসার ধরা পড়ে । কিছুদিন চিকিৎসার পর তাকে বাড়িতে ফিরিয়েও আনা হয়েছিল । কিন্তু শেষরক্ষা করা গেল না । আজ কাকার মৃত্যু হয় । বুধবার উত্তর দিনাজপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।"