পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি - HAFIZ ALAM SAIRANI

ক্যানসার প্রাণ কাড়ল প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হল হাফিজ আলম সৈরানির ৷

Hafiz Alam Sairani
প্রয়াত প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 7:24 PM IST

কলকাতা, 28 অক্টোবর:ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী তথা দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সৈরানি । সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 64 বছর । মৃত্যুকালে রেখে গিয়েছেন স্ত্রী-সহ এক কন্যা ও পুত্র ৷ বুধবার উত্তর দিনাজপুরে নিজ গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

উত্তর দিনাজপুর গোয়ালপোখরের উপনির্বাচনে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন ৷ 1996 সালে ওই কেন্দ্রেই দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হন ৷ সে বছরই মন্ত্রিত্ব পান ৷ 2006 সাল পর্যন্ত রাজ্যের ত্রাণ ও সমবায় দফতরের মন্ত্রী ছিলেন ৷ 2006 সালে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির কাছে পরাজিত হন ৷ দলের প্রতি বিষোদগার করে 2023-এর এপ্রিলে ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেন । তার কয়েকমাস পরে অক্টোবরে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন ।

তাঁর সঙ্গে ভাইপো তথা ফরওয়ার্ড ব্লক প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজও কংগ্রেসে যোগ দেন । এ বছর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা থেকে প্রার্থী কংগ্রেস ইমরানকে প্রার্থী করে । যদিও তিনি পরাজিত হন । কাকার প্রয়াণে ইমরান বলেন, "মাসখানেক ধরে কাকা অসুস্থ হয়ে পড়েন । দীর্ঘদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । সেখানে তাঁর ক্যানসার ধরা পড়ে । কিছুদিন চিকিৎসার পর তাকে বাড়িতে ফিরিয়েও আনা হয়েছিল । কিন্তু শেষরক্ষা করা গেল না । আজ কাকার মৃত্যু হয় । বুধবার উত্তর দিনাজপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।"

পাশাপাশি পতাকা নিয়ে হেঁটেও লক্ষ্যপূরণ হয়, বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে দাবি শুভঙ্করের

হাফিজ আলম সৈরানির মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,"পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী, কংগ্রেস নেতা হাফিজ আলি সৈরানির প্রয়াণে আমরা গভীর শোকাহত । আমরা প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি । সংসদীয় রাজনীতির আঙিনায় এবং প্রগতিশীল কর্মধারার ক্ষেত্রে প্রয়াত হাফিজ আলি সৈরানির ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে । পরম করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা এই যে, তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ যাতে এই গভীর শোকসাগর উত্তরণের ক্ষমতা অর্জন করেন।"

তবে সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রাক্তন মন্ত্রীর মরদেহ প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে নিয়ে আসা হবে । সেখানে তার শুভাকাঙ্খী এবং কংগ্রেস কর্মী সমর্থকরা শেষশ্রদ্ধা জানাবেন ৷ প্রাক্তন বিধায়ক হওয়ার সুবাদে বিধান ভবন থেকে রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হবে তাঁর দেহ ৷ সেখানে শেষশ্রদ্ধা জানানোর পর রাতে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবে । তারপর বুধবার বেলা 11টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

উল্লেখ্য, ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চারপাতার চিঠি দিয়েছিলেন তিনি ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেন ৷ সেই সময় তিনি দাবি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ কিন্তু হাফিজ আলম সৈরানি কংগ্রেসে যোগ দেন ।

ABOUT THE AUTHOR

...view details