পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 44টি মোষ - বিএসএফ

Buffalo Smuggling: পাচারের আগে উদ্ধার প্রায় 50টি মোষ ৷ মঙ্গলবার ভোরে 31 নম্বর জাতীয় সড়কে টহলরত উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের 40জন ব্যাটেলিয়ানের বিশেষ টিমের তৎপরতায় উদ্ধার হয়েছে মোষগুলি ৷

Smuggler Arrested
মোষ পাচারের বিরুদ্ধে অভিযান

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 10:53 PM IST

জলপাইগুড়ি, 30 জানুয়ারি: ফের মোষ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল বিএসএফ ৷ উদ্ধার হল 44টি মোষ। পাচারের অভিযোগে 4 অভিযুক্তকে গ্রেফতার ৷ ধৃতরা হল মহম্মদ উকিল(60) ৷ মোজাফফর পুরের বাসিন্দা ৷ মহম্মদ সাকিল (40) ও মহম্মদ সামিম (47), সাদেক আলি (38) তিনজনই পাঞ্জিপাড়ার বাসিন্দা । বিএসএফের জলপাইগুড়ি সেক্টর সূত্রে খবর, পাচারের দায়ে একটি গাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ মঙ্গলবার ভোরের ঘটনা ৷

বিএসএফ সূত্রে খবর, মোষ পাচার রুখতে সবসময় তৎপর বিএসএফ ৷ গোপন সূত্রে আগে থেকেই বিএসএফের কাছে খবর ছিল পাচারকারী দল সক্রিয় হয়েছে ৷ তাই মঙ্গলবার ভোরে 31 নম্বর জাতীয় সড়কের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের 40 জন ব্যাটেলিয়ানের বিশেষ টিম পাহারা দিচ্ছিল । সেই সময়েই রানিনগর কোকাকোলা ফ্যাক্টরি এলাকায় একটি মোষ বোঝাই ট্রাক চোখে পড়ে ৷ বিএসএফ আধিকারিকদের ট্রাকের গতিবিধি সন্দেহ হওয়ায় ট্রাকটিকে আটক করে ৷ চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ ট্রাকের কাগজপত্র দেখতে চায় ৷ ট্রাকের কাগজপত্র ঠিক না থাকায় এবং চালকের কথায় অসঙ্গতি থাকায় তাকেও গ্রেফতার করে বিএসএফ ৷ 14টি মোবাইল উদ্ধার হয়ে। মোট 240টি মোষ উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া মোষ ও গাড়ির মূল্য প্রায় 1 কোটি 26 লাখ 50 হাজার 674 টাকা ৷

এর আগে চলতি মাসেই 8 জানুয়ারি 31নম্বর জাতীয় সড়কে 43টি মোষ উদ্ধার করেছিল বিএসএফ ৷ ঘটনায় 4 ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ ৷ এর পর আবারও 15 জানুয়ারি 5টি গাড়ি থেকে চালক-সহ মোট 14জনকে গ্রেফতার করা হয়েছিল। 31নম্বর জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকা থেকে জলপাইগুড়ির দিকে 5টি গাড়িতে অবৈধভাবে মোষগুলি পাচার হচ্ছিল। চলতি মাসে এখনও পর্যন্ত 43জন গ্রেফতার হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি
  2. গরু পাচার মামলায় বোলপুর পৌরসভার কাউন্সিলর-সহ 4 জনকে তলব ইডি'র
  3. গরুপাচারে জড়িত কেন্দ্রীয় সরকারের আধিকারিকরাও ? বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে

ABOUT THE AUTHOR

...view details