কলকাতা, 11 নভেম্বর: ওয়াকফ সম্পত্তি বিক্রি করে দিতে পারে কেন্দ্রের বিজেপি সরকার ! তাও আবার বন্ধু শিল্পপতিদের ৷ এমনই অশনি সঙ্কেত দেখছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, রেল ও এয়ার ইন্ডিয়ার মতো কেন্দ্র মোদির কোনও ব্যবসায়ী বন্ধুকে ওয়াকফ সম্পত্তি বিক্রি করে দিতে পারে ৷
উল্লেখ্য, ওয়াকফ নিয়ে যুগ্ম সংসদীয় কমিটি 6 দিনে পাঁচ রাজ্যে যাওয়ার কথা ছিল ৷ সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, ওড়িশা ও উত্তরপ্রদেশের নাম রয়েছে ৷ এই সফর বয়কট করেছেন বিজেপি বিরোধী 'ইন্ডিয়া'র সাংসদরা ৷ এ নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস ৷
কেন্দ্রের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি বিক্রির পরিকল্পনার অভিযোগ ফিরহাদ হাকিমের ৷ (ইটিভি ভারত) কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, "জেপিসির চেয়ারম্যান দেশের স্বার্থে কাজ করছেন না ৷ বিজেপির এজেন্ডা মেনে অগণতান্ত্রিকভাবে কাজ করছেন তিনি ৷ বিরোধীদের কোনও কথা শোনা হচ্ছে না ৷ যা মনে আসছে, তাই করছেন তিনি ৷ তাই বাধ্য হয়ে এই বয়কটের ডাক ৷"
আর সেই নিয়ে আজ ফিরহাদ দাবি করলেন, "ওয়াকফ সম্পত্তি নিয়ে এত লাফাচ্ছে ৷ মোদির বন্ধুর হয়তো মুম্বই বা কোনও প্রাইম জায়গায় জমিতে চোখ পড়েছে ৷ তাই এখন যে করে হোক, ওয়াকফ সম্পত্তি বিক্রি করতে হবে ৷ আর তাদের কাছেই বিক্রি করবে, যারা বন্ধু ব্যবসায়ী আছে ৷ যে ব্যবসায়ীদের প্রগ্রেস হয়েছে ৷ দেশের মানুষের তো প্রগ্রেস হয়নি ৷ কেন্দ্রের পয়সা নেই ৷ তাই সব বিক্রি করতে চায় ৷ রেল, বিমান বিক্রি করেছে, এবার ওয়াকফ সম্পত্তি বিক্রি করবে ৷"
25 নভেম্বর থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে ওয়াকফ ইস্যু উঠতে পারে ৷ অধিবেশনে শাসকদলের তরফে আলোচনার জন্য প্রস্তাব পেশ হতে পারে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আসন্ন বিধানসভার অধিবেশনে এই নিয়ে আলোচনা হতে পারে ৷ ব্যক্তিগতভাবে আমি ওয়াকফ বিলটি দেখেছি ৷ এ নিয়ে সদস্যরা যা বলবেন, তা আলোচনার সময় জানা যাবে ৷ তবে, ব্যক্তিগতভাবে আমি বিলটি সমর্থন করতে পারছি না ৷"
উল্লেখ্য, সোমবার ভুবনেশ্বরে ওয়াকফ নিয়ে একটি বৈঠক ছিল ৷ তবে, উপনির্বাচনের কারণ দেখিয়ে সেই বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট ৷ কিন্তু, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তরফে সেই অনুরোধ না-মানায়, বৈঠক বয়কট করেন তৃণমূলের সাংসদরা ৷