কলকাতা, 24 ডিসেম্বর: মন্দারমণিতে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা আবুল নাসারের । স্বামীর মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুরাইয়া পরভিন । যিনি উত্তর 24 পরগনার আমডাঙার আদাহাটা পঞ্চায়েতের উপ-প্রধানও ৷ নাসারের পরিবারের অভিযোগ, পুলিশ ‘আসল ঘটনাকে’ আড়াল করার চেষ্টা করছে ।
অভিযোগ, ওই নেতা যে হোটেলে উঠেছিলেন, সেই ঘরে মদের আসর বসেছিল । মূলত পুলিশ এই বিষয়টি জানতে পেরেছে । তবে এই বিষয়ে আবুলের পরিচিতরা দাবি করেছেন, আবুল মদ ছুঁতেনই না । তাঁর কেবল সিগারেটের নেশা ছিল । যদিও এই ঘটনায় পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত সঠিক পথেই এগোচ্ছে । তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে । পাশাপাশি ধৃত যুবতীর এক আত্মীয়কেও খুঁজছে পুলিশ ।
মৃত নেতার পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনায় ধৃত যুবতী নন, তাঁর ওই আত্মীয়ই আসল দোষী । সে আবার উত্তর 24 পরগনা জেলার এক প্রভাবশালী তৃণমূল নেতা । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘মৃত ব্যক্তির মায়ের করা অভিযোগে ধৃত যুবকের নাম রয়েছে । এফআইআরে নাম থাকা ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে । আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে । পলাতক অভিযুক্তকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ ।’’
সম্প্রতি উত্তর 24 পরগনার আমডাঙার তৃণমূল নেতাকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণির একটি হোটেল থেকে উদ্ধার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পাড়ার এক বন্ধু ও ব্যাবসায়িক পার্টনারের ভাগ্নিকে নিয়ে মন্দারমণি এসেছিলেন ওই মৃত তৃণমূল নেতা ৷ রাতে হোটেলে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।