পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইডি আধিকারিকের মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে ! সিজিও কমপ্লেক্সের বাইরে মারধর অভিযুক্তকে - CGO Complex

Fake ED Officer Beaten by in-laws at CGO Complex: ইডি আধিকারিকের মিথ্যে পরিচয় দিয়ে বিরাটির বাসিন্দা এক যুবতীকে আইনত বিয়ে করার অভিযোগ ৷ সত্য সামনে আসতেই অভিযুক্ত যুবককে সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে নিয়ে গিয়ে মারধর মেয়ের পরিবারের সদস্যদের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 7:08 PM IST

ইডি আধিকারকের মিথ্যে পরিচয় দেওয়া যুবককে সিজিও কমপ্লেক্সের বাইরে মারধর

সল্টলেক, 30 জানুয়ারি: হাত বাঁধা ও গলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পরিচয়পত্র ঝোলানো এক যুবক ৷ মাথার চুল উসকো-খুসকো ৷ সল্টলেক সিজিও কমপ্লেক্সের বাইরে ওই যুবককে কয়েকজন লাগাতার চড় মারছেন ৷ না, ইনি কোনও আসল ইডি আধিকারিক নন ৷ ইডি আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ৷ এক যুবতীকে মিথ্যে পরিচয় দিয়ে গতবছর আইনত বিয়ে করেছেন তিনি ৷ আর সত্যি সামনে আসার পর অভিযুক্তকে ইডি দফতরের বাইরেই মারধর করল প্রতারিত যুবতীর পরিবার ৷ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়নি ৷

প্রতারিত যুবতীর পরিবারের অভিযোগ, নয় মাস আগে একটি অনলাইন ম্যারেজ ব্যুরোর মাধ্যমে সোনারপুরের বাসিন্দা প্রদীপ সাহার সঙ্গে পরিচয় হয় তাদের মেয়ের ৷ ফোনে যোগাযোগের মাধ্যমে দু’জনের বিয়ের কথা পাকা হয় ৷ প্রদীপ সাহা নিজেকে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিক পদে কর্মরত বলে পরিচয় দিয়েছিলেন ৷ এমনকি গতবছর সেপ্টেম্বর মাসে যুবতীর সঙ্গে তাঁর আইনত বিয়েও হয়েছে ৷ আর সামনেই তাঁদের সামাজিক অনুষ্ঠান করে বিয়ে হওয়ার কথা ছিল ৷

অভিযুক্ত ও প্রতারণার শিকার যুবতীর বিয়ের রেজিস্ট্রেশনের শংসাপত্র

প্রতারিত যুবতীর ভাই অভিযোগ করেছেন, সম্প্রতি প্রদীপ সাহার আচরণে সন্দেহ হয় তাঁদের ৷ ব্যাংকশাল কোর্ট থেকে তাঁকে প্রতারণার মামলায় নোটিশ পাঠানো হয় ৷ অভিযোগ, এর পরেই ওই যুবতীকে মিথ্যে বলে অনেক টাকা আত্মসাৎ করেন প্রদীপ ৷ এতে সন্দেহ হওয়ায় প্রদীপের ছবি নিয়ে যুবতীর ভাই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ছ’তলার ইডি দফতরে পৌঁছন ৷ সেখানে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের প্রদীপের ছবি দেখান তিনি ৷ কিন্তু, সিকিউরিটি জোন থেকে জানানো হয়, ওই নামে কোনও আধিকারিক সিজিও কমপ্লেক্সে নেই ৷

শুধু তাই নয়, সোমবার সকালে বেশ কয়েক ঘণ্টা প্রদীপ সাহা ইডি দফতরের বাইরে বসেছিলেন ৷ বাইরে মোতায়েন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী তাঁকে জিজ্ঞাসাও করেছিলেন, কী কারণে তিনি সেখানে বসে আছেন ? জবাবে, তিনি জানিয়েছিলেন, একজনের সঙ্গে দেখা করতে এসেছেন ৷ কিন্তু, ওই নামে কেউ সেখানে নেই বলে, প্রদীপকে তাড়িয়ে দেয় নিরাপত্তাবাহিনী ৷ এর কিছুক্ষণ পরেই অভিযোগকারী যুবতীর ভাই ইডি দফতরে পৌঁছন ৷ সেখানেই তাঁরা জানতে পারেন প্রদীপ সাহার মিথ্যে পরিচয় ৷

আর তাঁকে হাত বাঁধা অবস্থায় ও গলায় ভুয়ো পরিচয়পত্র ঝুলিয়ে ইডি দফতরের সামনে নিয়ে যান অভিযোগকারীরা ৷ সেখানে অভিযুক্তকে মারধরও করা হয় ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের অফিসের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে, নিরাপত্তাবাহিনী তাঁদের সেখান থেকে চলে যেতে বলে ৷ এরপর অভিযুক্তকে গাড়িতে উঠিয়ে নিয়ে যান অভিযোগকারীরা ৷ এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ আপাতত দায়ের হয়নি ৷ এমনকি অভিযুক্তকে গাড়িতে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাও জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. গাড়িতে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর বোর্ড, গ্রেফতার ভুয়ো আধিকারিক
  2. মালবাজারে মানবাধিকার কমিশনের ভুয়ো আধিকারিক গ্রেফতার

ABOUT THE AUTHOR

...view details