মালদা, 2 মে: বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন ৷ বুধবার রাতে চাঁচলের পাহাড়পুর বাইপাস এলাকা থেকে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূলের তরফে এই ঘটনাটি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করো হয়েছে ৷
এই মুহূর্তে জেলাজুড়ে তৎপর রয়েছে কমিশনের সার্ভিল্যান্স টিম ৷ দু’দিন আগে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে আরেক বিজেপি নেতা শান্তনু ঘোষের গাড়ি থেকে 1 লক্ষ 95 হাজার টাকা বাজেয়াপ্ত করে কমিশন ৷ গতকাল রাতে চাঁচলের পাহাড়পুর বাইপাসের সামসী এলাকায় বিজেপির প্রতীক লাগানো একটি চারচাকার সাদা গাড়ি আটক করে কমিশনের সার্ভিল্যান্স টিমের ফ্লাইং স্কোয়াড ৷ গাড়িটিতে বিজেপির ঝান্ডা, ফেস্টুন-সহ বিভিন্ন নথিপত্র ছিল ৷ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নমুনা ব্যালটও গাড়িতে ছিল ৷ সেই গাড়িরই পিছনের সিটে রাখা ছিল 7 লক্ষ 86 হাজার টাকা ৷ ওই টাকার উৎস সংক্রান্ত সঠিক নথিপত্র দেখাতে পারেননি বিজেপি নেতা ৷ ফলে কমিশন ওই টাকা বাজেয়াপ্ত করে ৷