কলকাতা, 18 মে: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুসারে, আগামী 21 মে বিকেল 5টার মধ্যে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে শো-কজ চিঠির উত্তর দিতে হবে। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সুকান্ত মজুমদার যদি জবাব না-দেন, তাহলে তারা ধরে নেবে এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতির কোনও বক্তব্য নেই। সেইমতো কমিশন পদক্ষেপ করবে ৷
গত 5 মে বেশ কয়েকটি সংবাদপত্রে বিজেপির পক্ষ থেকে, 'দুর্নীতির মূল তৃণমূল' শীর্ষক একটি বিজ্ঞাপন ছাপানো হয়। নির্দিষ্ট ওই বিজ্ঞাপনটিকে ভুয়ো তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে বলে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন চলাকালীন এই ধরনের ভিত্তিহীন বিজ্ঞাপন ছাপানো মানে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা, এই অভিযোগও জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেই অভিযোগ খতিয়ে দেখে এবার সুকান্ত মজুমদারকে শো-কজ করল কমিশন।
অন্যদিকে, পাশাপাশি গত 10 মে মুর্শিদাবাদের রেজিনগরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যেরও তীব্র নিন্দা করে নির্বাচন কমিশন ৷ কাজিপাড়ায় নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ পরে কমিশন ৷ মুর্শিদাবাদের কাজিপাড়ায় হুমায়ুন কবীর যেই মন্তব্য করেছিলেন তা যে নির্বাচনী আদর্শ আচরণের পরিপন্থী তা জানিয়ে গত 2 মে বিজেপির পক্ষ থেকে নালিশ জানানো হয়েছিল নির্বাচন কমিশনে। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘটনার রিপোর্ট চাওয়া হয়। রিপোর্ট খতিয়ে দেখার পরে গত 10 মে হুমায়ুন কবীরকে শো-কজ করে জাতীয় নির্বাচন কমিশন। হুমায়ুন কবীরের মন্তব্যর তীব্র নিন্দা করল নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
- ক্ষমা চেয়েও মিলল না রেহাই, তৃণমূল বিধায়ককে শো-কজ করল নির্বাচন কমিশন
- কঙ্গনাকে কুমন্তব্য করায় কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে শোকজ নির্বাচন কমিশনের
- 'অসংসদীয় হলে আমি দুঃখিত, শো-কজের জবাব দেব', মমতা বিতর্কে ব্যাখ্যা দিলীপের