পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন - লোকসভা নির্বাচন 2024

ECI on West Bengal: লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য সর্বোচ্চ বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন ৷ সন্দেশখালিকাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখার পর লোকসভা ভোটে কোনওরকম ঝুঁকি নিতে চায় না কমিশন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 10:51 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন । সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্যেই সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন । শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়। বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি তার সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে । সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালির ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা রাজ্যকে । এই ঘটনার পরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা গিয়েছে তাতে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না জাতীয় নির্বাচন কমিশন ।

সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠানো চিঠি অনুসারে লোকসভা নির্বাচনের জন্য আনুমানিক 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন । সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্যেই সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানিয়েছে কমিশন । যদিও সূত্র মারফৎ জানা গিয়েছে যে, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই সংখ্যা 1000 ছাড়াতে পারে । প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে 1080 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে ।

এ রাজ্যে গত লোকসভা নির্বাচন সাত দফায় হয়েছিল । জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে, এই বছরেও সাত দফাতেই বঙ্গে লোকসভা নির্বাচন সারতে চায় কমিশন । তবে এই দফা আরও বাড়বে কি না, তা নির্ভর করছে আগামী 4 মার্চ রাজ্যে আগত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পর্যবেক্ষণের উপরে । ওয়াকিবহল মহলের মতে, কমিশন এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে রাজ্য। দেখা গিয়েছে, অতীতেও এই রাজ্যে নির্বাচন করানোর সময় জাতীয় নির্বাচন কমিশনকে ব্যাঘাতের মুখোমুখি হতে হয়েছে । তাই এবার অনেক আগের থেকেই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাইছে কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details