কলকাতা, 23 এপ্রিল:এবার শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। সন্দেশখালিকাণ্ডের পর থেকেই সিরাজউদ্দিন শেখের নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল । একাধিকবার তাঁকে সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিলেন ইডি ও সিবিআইয়ের গোয়েন্দারা । কিন্তু প্রতিবারই হাজিরা না দিয়ে এড়িয়ে গিয়েছেন শাহজাহানের ভাই । এ বার সেই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট জারি করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
ইডির আশঙ্কা, সন্দেশখালিকাণ্ডের তদন্ত থেকে বাঁচতে বিদেশে পালানোর চেষ্টা করে থাকতে পারেন সিরাজউদ্দিন । তার জন্যই তাদের এই পদক্ষেপ । ইডি সূত্রে খবর, তিনি যাতে দেশ ছাড়তে না পারেন সে কারণে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । এছাড়াও পাঠানো হয়েছে সিরাজউদ্দিনের ছবি এবং তাঁর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও ।
প্রসঙ্গত, গত 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা ৷ সেই হামলার ব্লু প্রিন্ট তৈরিতে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের প্রধান ভূমিকা ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা । জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি এবং ন্যাজাট থানায় 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচারের যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শাহজাহান ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং সিরাজউদ্দিন-সহ অন্যদের । কিন্তু সেই সকল ঘটনা তদন্ত প্রক্রিয়া এখন প্রায় থমকে আছে বললেই চলে । কারণ রাজ্য পুলিশদের আধিকারিকরা এই বিষয়ে কোন তদন্ত করেননি বলে ইডির অভিযোগ ।
ইডি সূত্রে খবর, সেই মামলার তদন্তের সূত্রেই সিরাজউদ্দিনেকে একাধিকবার তলব করা হয়েছিল । কিন্তু ইডি এবং সিবিআই তাঁকে ডাকলেও একবারও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে এসে দেখা করেননি বলে অভিযোগ । এর আগে শাহজাহানের আর এক ভাই আলমগিরকে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । পরে তাঁর বক্তব্যে অসঙ্গতি মেলার তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা । গত রবিবার রাতে জিজ্ঞাসাবাদের পর 'শোন অ্যারেস্ট' দেখিয়ে তাঁকে গ্রেফতার করে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । একই সঙ্গে গ্রেফতার করা হয় শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও দিদার বক্স মোল্লাকেও ।
আরও পড়ুন:
- জমি দখলের 2 কোটি টাকা মাছ সরবরাহের নামে ভাইয়ের অ্যাকাউন্টে পাঠান শাহজাহান, আদালতে দাবি ইডির
- গ্রেফতার সন্দেশখালির 'বাঘ' শাহজাহান, এবার কি ভাই সিরাজউদ্দিনের পালা ?
- প্রকাশ্যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের কীর্তি, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন বেড়মজুরের 'ত্রাস'