পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মী গৃহবন্দি ! রিপোর্ট দেখে শুভেন্দুর অভিযোগ খারিজ কমিশনের - ASSEMBLY BYE ELECTION 2024

মেদিনীপুর সদর ব্লকের বিজেপি কর্মী নয়ন দেকে 'গৃহবন্দি' করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ রিপোর্ট হাতে পেয়ে সেই অভিযোগ খারিজ কমিশনের ৷

Assembly Bye Elections 2024
বিজেপি কর্মী গৃহবন্দি করার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 10:18 AM IST

Updated : Nov 13, 2024, 10:26 AM IST

কলকাতা, 13 নভেম্বর: ভোটকে প্রভাবিত করতে মেদিনীপুর সদর ব্লকের এক বিজেপি কর্মীকে গৃহবন্দি করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়া পোস্টে এমনটাই অভিযোগ করেন ৷ রিপোর্ট দেখার পর সেই অভিযোগকে নস্যাৎ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ।

বুধবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী পোস্টে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া চেষ্টা করছে । নয়ন দে নামে মেদিনীপুর সদর ব্লকের এক বিজেপি কর্মীকে বাড়ির বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না । তাঁকে 'গৃহবন্দি' করে রাখা হয়েছে ৷ তাঁর বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে । ওই বিজেপি কর্মী যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না-পারে তাই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ আর কতটা নীচে নামবে তৃণমূল ও মমতার পুলিশ ?"

পরে বিজেপির তরফে শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখে এই একই অভিযোগ করেন । বিজেপির ওই অভিযোগের প্রেক্ষিতে ঘটনায় দ্রুত রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । নির্বাচন কমিশনকে পুলিশ রিপোর্টে জানিয়েছে, ওই বাড়ির সামনে আদৌ কোনও পুলিশ মোতায়েন নেই । সেক্টর অফিসার এবং কুইজ রেসপন্স টিম নির্বাচন কমিশনে একই রিপোর্ট দিয়েছে বলে জানা গিয়েছে । এরপরেই গেরুয়া শিবিরের অভিযোগ খারিজ করে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ।

বুধবার রাজ্যে 6টি আসনে চলছে বিধানসভা উপনির্বাচন ৷ কমিশন সূত্রে খবর, অন্যান্য বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে ৷ তবে এ দিন সকাল থেকেই উত্তপ্ত হয়েছে হাড়োয়া এবং নৈহাটি বিধানসভা কেন্দ্র । উপনির্বাচন হলেও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, প্রচুর পরিমাণে কুইক রেসপন্স টিম মোতায়ন করা হয়েছে ।

কমিশনের তরফে জানা গিয়েছে, এবারের বিধানসভা উপনির্বাচনে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা হল 434 । সিতাই বিধানসভা কেন্দ্রে রয়েছে 58, মাদারিহাটে 84, নৈহাটিতে 58, হাড়োয়ায় 70, মেদিনীপুরে 70 এবং তালডাংরায়ে 94 কুইক রেসপন্স টিম । এছাড়াও আজ 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে । সিতাইতে 18, মাদারিহাটে 18, নৈহাটিতে 13, হাড়োয়া 18, মেদিনীপুরে 19 এবং তালডাংরায় 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ।

রাজ্যে এ দিন 1583টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে । কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 100 শতাংশ কেন্দ্রেই ওয়েবকাস্টিং করা হয়েছে । 293টি কেন্দ্র স্পর্শকাতর এবং 274টি কেন্দ্র উত্তেজনাপূর্ণ এলাকায় ।

Last Updated : Nov 13, 2024, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details