কলকাতা, 13 নভেম্বর: ভোটকে প্রভাবিত করতে মেদিনীপুর সদর ব্লকের এক বিজেপি কর্মীকে গৃহবন্দি করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়া পোস্টে এমনটাই অভিযোগ করেন ৷ রিপোর্ট দেখার পর সেই অভিযোগকে নস্যাৎ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ।
বুধবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী পোস্টে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া চেষ্টা করছে । নয়ন দে নামে মেদিনীপুর সদর ব্লকের এক বিজেপি কর্মীকে বাড়ির বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না । তাঁকে 'গৃহবন্দি' করে রাখা হয়েছে ৷ তাঁর বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে । ওই বিজেপি কর্মী যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না-পারে তাই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ আর কতটা নীচে নামবে তৃণমূল ও মমতার পুলিশ ?"
পরে বিজেপির তরফে শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখে এই একই অভিযোগ করেন । বিজেপির ওই অভিযোগের প্রেক্ষিতে ঘটনায় দ্রুত রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । নির্বাচন কমিশনকে পুলিশ রিপোর্টে জানিয়েছে, ওই বাড়ির সামনে আদৌ কোনও পুলিশ মোতায়েন নেই । সেক্টর অফিসার এবং কুইজ রেসপন্স টিম নির্বাচন কমিশনে একই রিপোর্ট দিয়েছে বলে জানা গিয়েছে । এরপরেই গেরুয়া শিবিরের অভিযোগ খারিজ করে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ।